Farmer Earns Rs 95 Lakh: ফল চাষ করে লাভ ৯৫ লাখ টাকা, জেনে নিন কোন ফল চাষ করে হতে পারেন লাখপতি?

Last Updated:

এই গ্রাম বেশ কয়েকদিন ধরেই, খরাগ্রস্ত ছিল৷ সেখানে এই ধরনের লাভে আশার আলোর দেখছেন গ্রামের অনান্য কৃষকেরাও৷ 

প্রতি কেজিতে এই ফল ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে
প্রতি কেজিতে এই ফল ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে
বেঙ্গালুরু: এলেন, দেখলেন, জিতে নিলেন৷ ব্যাপারটা ঠিক তেমনই৷ ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর এক কৃষকের সঙ্গে৷ ফল চাষ করে প্রায় ৯৫ লাখ টাকা আয় করলেন তিনি৷
জেলার নাম কর্ণাটকের চিকমাগালু৷ চাষ করবেন বলে ৪৫ বছর বয়সের রমেশ প্রায় কুড়ি লাখ টাকা খরচ করেছিলেন৷ ৪ একর জমিতে বেদানা চাষের করলেন৷ তারপর বিক্রি করে ফেললেন সেই ফসল, আর তাতেই জ্যাকপট৷
রমেশ অনেক দিন ধরেই কৃষিকাজের সঙ্গে যুক্ত৷ কিন্তু বেদানা চাষ শুএই প্রথম ৷ রমেশ বেঙ্গালুরুর কাদুর তালুকের হুল্লোরি গ্রামে প্রায় ৪ একর জমিতে ২৪,০০০ ডালিমের চারা রোপণ করেছিলেন৷ ফলনও খুব ভাল হয়৷ বিক্রি করার পর তিনি  দেখলেন তাঁর লাভের আয় ৯৫ লাখ টাকা ৷
advertisement
advertisement
বেঙ্গালুরুর পাশাপাশি মহারাষ্ট্র, চেন্নাই প্রভৃতি রাজ্যেও বিক্রি হচ্ছে এই বেদানা৷ কেবল রাজ্য নয় ভিন দেশেও রপ্তানি করা হচ্ছে এই ফসল৷ প্রতি কেজিতে ১৬০ টাকা দরে এই বেদানা দেশের বাইরে রপ্তানি করা হত৷
এই গ্রাম বেশ কয়েকদিন ধরেই, খরাগ্রস্ত ছিল৷ সেখানে এই ধরনের লাভে আশার আলোর দেখছেন গ্রামের অনান্য কৃষকেরাও৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Farmer Earns Rs 95 Lakh: ফল চাষ করে লাভ ৯৫ লাখ টাকা, জেনে নিন কোন ফল চাষ করে হতে পারেন লাখপতি?
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement