Searches For Wife: স্ত্রী নিখোঁজ দশ বছরেরও বেশি! প্রতি সপ্তাহে জলে ডুব স্বামীর, ভালবাসার এক বিরল নজির!
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
‘ইউকো’তে নিখোঁজ হয়েছিলেন ব্যক্তির স্ত্রী৷ ঘটনার কয়েকদিন পর থেকে ওই স্থানে ঘোলা জলেই স্ত্রীর খোঁজে তিনি স্কুবা ডাইভিংশুরু করেন৷
টোকিও: ভালবাসা শব্দটা আজকের দিনে বড্ডো ক্লিশে হয়ে গিয়েছে৷ বিশেষ করে অপেক্ষা শব্দ, এতো কেবল বাংলা অভিধানেই খুঁজে পাওয়া যায়৷ কিন্তু সত্যি-ই কি তাই? এতটাই কমে আছে অনুভূতির বন্ধন! সম্ভবত না৷  এই অন্ধকার সময় এই প্রতিবেদন সেই এক আলোর খবর, ভালবাসায় অপেক্ষার খবর৷
২০১১ সাল, বিধ্বংসী সুনামিতে ধংস্ব হয়ে গিয়েছিল জাপানের বিস্তৃত অঞ্চল৷ ফুকুসিমা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ সেই ভয়ঙ্কর বিপর্যয়ে নিঁখোজ হয়েছিল হাজার হাজর মানুষ৷
advertisement
তাঁদের অনেককেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু টাকামাতসু নামে এক ব্যক্তি তাঁর নিখোঁজ স্ত্রীর খোঁজ আজও চালাচ্ছেন৷ অন্তত তাঁর ভালবাসার মানুষটার দেহাবশেষটুকু যদি পাওয়া যায়৷ আর তার জন্য তিনি প্রতি সপ্তাহে জলের গভীরে ডুব দেন৷
advertisement
১১ মার্চ ২০১১ সালের অভিশপ্ত দিনের কথা জাপানের অনেকেই ভুলতে পারেননি৷ ২০,০০০-এর বেশি মানুষ নিহত হয়৷ ২,৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছিলেন৷
ইউকোতে নিখোঁজ হয়েছিলেন টাকামাতসুর স্ত্রী৷ ঘটনার কয়েকদিন পর থেকে ওই স্থানে ঘোলা জলেই তিনি স্ত্রীর খোঁজে স্কুবা ডাইভিং করেন৷ সেই থেকে দশ বছরেররও বেশি সময় ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পাওয়ার আশায় প্রতি সপ্তাহে জলে ডুব দেন তিনি৷
advertisement
এই অন্ধকার সময়ে ভালবাসার, অপেক্ষার এমন ছবি দেখে এই আকালেও হয়তো স্বপ্ন দেখা যায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2024 8:46 PM IST


