Rohit Sharma: দমদার বার্তা রোহিতের, মাত্র চারটি শব্দ ব্যবহার করেই বুঝিয়ে দিলেন মেয়েদের জোশ, ফাইনালের আগে উচ্ছ্বসিত গম্ভীর-পন্থরাও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Aus: সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু শুভেচ্ছাবার্তার৷ সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত রোহিত শর্মা, গৌতম গম্ভীর, যুবরাজ সিং এবং ঋষভ পন্থরা।
মুম্বই: বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ডক্টর ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ফাইনালে স্থান নিশ্চিত করার পরেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু শুভেচ্ছাবার্তার৷ সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত রোহিত শর্মা, গৌতম গম্ভীর, যুবরাজ সিং এবং ঋষভ পন্থরা। রবিবার এই ভেন্যুতে ৫০ ওভারের মার্কি টুর্নামেন্টের ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে৷ রবিবার যেই জিতুক নতুন চ্যাম্পিয়ন পাবে মহিলা বিশ্বকাপ৷
এদিনের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতের তারকারা৷ মাত্র চার শব্দে ভারতের মেয়েদের সাফল্যের কীর্তিকে কুর্নিশ জানান হিটম্যান রোহিত শর্মা৷ নিজের স্টোরিতে লেখেন ‘ওয়েল ডান টিম ইন্ডিয়া’

advertisement
রোহিতের স্টোরিতে মেয়েদের জয়গান – Photo Courtesy- Rohit Sharma
advertisement
এছাড়াও ভারতের কোচ গৌতম গম্ভীর, যুবরাজ সিং, ঋষভ পন্থরা৷
It ain’t over till it’s over! What a performance girls 🇮🇳 pic.twitter.com/Ox0Mg0hbEt
— Gautam Gambhir (@GautamGambhir) October 30, 2025
There are wins that go beyond numbers on a scoreboard. This was one of them.
Under pressure, with the world watching @ImHarmanpreet played with the calm and conviction of a true leader while @JemiRodrigues brought pure focus and intent to play an innings of a lifetime!
This… pic.twitter.com/CdAwK07sCT
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 30, 2025
advertisement

পন্থ জানালেন শুভেচ্ছা
আরও পড়ুন –
Richa Ghosh: ২৪ ঘণ্টা আগেও ধোঁয়াশা ছিল খেলবেন কিনা! ফাইনালে পৌঁছতে উইকেটের পিছনে-সামনে টানটান পারফরম্যান্স বাংলার রিচার
ভারত কীভাবে অস্ট্রেলিয়াকে হারাল?
advertisement
জেমিমা রডরিগেজের অপরাজিত ১২৭ রানের সুবাদে অস্ট্রেলিয়ার খেতাব রক্ষার লড়াইয়ের স্বপ্নে জল ঢেলে দেয়৷ ভারত রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মহিলা বিশ্বকাপের ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে, যার ফলে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে পাঁচ উইকেটের রোমাঞ্চকর জয়লাভ করেছে।
প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে, অস্ট্রেলিয়া ৩৩৮ রানের বিশাল স্কোর খাড়া করে, ওপেনার ফোবি লিচফিল্ড (১১৯) তাঁদের দলকে দুর্দান্ত শুরু দেয়। নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এলিস পেরি এবং অ্যাশলে গার্ডনার, দুজনেই হাফ সেঞ্চুরি  করে অজি স্কোরকে দ্রুত বাড়িয়ে দেয়৷
advertisement
এদিনের ম্যাচে জেমিমা রডরিগেজ অসাধারণ পারফরম্যান্স করেন, ১৪টি চার মারেন, যার ফলে ভারত মহিলাদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সফল তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ফেলল৷ এদিন ন’বল বাকি থাকতে। এই ফলাফল নিশ্চিত করে যে রবিবার নতুন ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরবে।
সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এর আগে টুর্নামেন্টের লিগ পর্বে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের রেকর্ড অর্জন করেছিল। রিম্যাচে, তারা আবারও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর পাহাড় প্রমাণ স্কোর করেন।
advertisement
মিড-অফে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর ক্যাচ ড্রপ করার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি প্রাথমিকভাবে স্বস্তি পান, কিন্তু হিলি সুযোগটি কাজে লাগাতে পারেননি, পাঁচ রানে আউট হন।
লিচফিল্ড মাত্র ৭৭ বলে সেঞ্চুরি করেন এবং পেরির সাথে ১৫৫ রানের জুটি গড়েন, যার ফলে অস্ট্রেলিয়া তাদের ইনিংসের অর্ধেক সময় ১৫৯/১ এ পৌঁছে যায়।
advertisement
লিচফিল্ড যখন ১০২ রানে ছিলেন, তখন ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষ একটি ক্যাচ ফেলে দেন এবং ব্যাটসম্যান পরবর্তীতে স্পিনার দীপ্তি শর্মাকে টানা ছক্কা মারেন, যা ভারতের দুর্দশা আরও বাড়িয়ে দেয়। তার ৯৩ বলের ইনিংস, যার মধ্যে তিনটি ছক্কা এবং ১৭টি চার ছিল, অমানজোত কউরের বিপক্ষে স্কুপ শট নেওয়ার চেষ্টা করার সময় তার মিডল স্টাম্প হারিয়ে যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2025 1:11 AM IST


