'চিন- পাকিস্তানের সঙ্গে কবে থেকে যুদ্ধ, ঠিক করে ফেলেছেন মোদি', দাবি উত্তর প্রদেশের বিজেপি সভাপতির

Last Updated:

রবিবারও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, ভারত চিনের সঙ্গে সীমান্ত বিবাদে ইতি টানতে চায়৷

#বালিয়া:  চিনের সঙ্গে দীর্ঘ কয়েক মাস ধরে লাদাখে সীমান্ত বিবাদ চলছে৷ তার মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন উত্তর প্রদেশের বিজেপি-র রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং৷ তাঁর দাবি, চিন এবং পাকিস্তানের সঙ্গে কবে থেকে যুদ্ধ শুরু করা হবে, তা ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার এই বিতর্কিত মন্তব্য করেন তিনি৷
ওই বিজেপি নেতা আরও দাবি করেন, যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কবে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজ শুরু হবে বা জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা কবে প্রত্যাহার করা হবে, তা প্রধানমন্ত্রী আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, ঠিক একই ভাবে চিন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দিনক্ষণও ঠিক করে রেখেছেন তিনি৷
উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সঞ্জয় যাদবের বাড়ির একটি অনুষ্ঠানে গিয়ে শুক্রবার এই দাবি করেন স্বতন্ত্র দেব সিং৷ বক্তব্য রাখার সময় সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির কর্মীদের সঙ্গে সন্ত্রাসবাদীদেরও তুলনা করেছেন ওই রাজ্য বিজেপির প্রধান৷ যদিও ওই এলাকার বিজেপি সাংসদ রবীন্দ্র কুশাওয়াহার দাবি, স্থানীয় বিজেপি কর্মীদের মনোবল বৃদ্ধি করতেই এই মন্তব্য করেছেন স্বতন্ত্র দেব সিং৷
advertisement
advertisement
রবিবারও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, ভারত চিনের সঙ্গে সীমান্ত বিবাদে ইতি টানতে চায়৷ যদিও দেশের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বলে স্পষ্ট করেন রাজনাথ৷ ভারত যে আলোচনার মাধ্যমেই মীমাংসায় আগ্রহী, তাও বার বার বলা হয়েছে৷ তার পরেও উত্তর প্রদেশের বিজেপি-র প্রধান চিন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে এমন মন্তব্য করায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'চিন- পাকিস্তানের সঙ্গে কবে থেকে যুদ্ধ, ঠিক করে ফেলেছেন মোদি', দাবি উত্তর প্রদেশের বিজেপি সভাপতির
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement