গালওয়ান উপত্যকা থেকে চিন কিছুটা পিছু হঠলেও, বৈঠকে সমাধান অধরাই!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সরকারি সূত্রের খবর প্যাট্রোলিং পয়েন্ট ১৪, ১৫ এবং ১৭ থেকে কিছু পিছু হঠার কিছু যুক্তি মেনেছে চিন এবং সীমান্ত থেকে চিনা সেনাদের কয়েকশ মিটার পিছিয়ে নেওয়া হচ্ছে৷
#নয়াদিল্লি: লেফ্টেনন্ট জেনারেল হরিন্দর সিং এবং মেজর জেনারেল লিউ লিনের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LAC) কোনও কোনও জায়গা থেকে কিছুটা হলেও নিজেদের সেনা পিছিয়ে নেওয়ার পক্ষে সায় দিয়েছে চিন৷ দুই দেশের দুই কমান্ডার চিনসুল আউটপোস্টে মুখোমুখি হন মঙ্গলবার৷ ১২ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়৷ এই নিয়ে দুই দেশের মধ্যে তৃতীয় দফার সামরিক বৈঠক হল৷ তবে ভারত বা চিন কোনও পক্ষই বৈঠকের কথাবার্তা নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করেনি৷
ভারতের দাবি, প্যাট্রোলিং পয়েন্ট ১৪, ১৫ এবং ১৭ যা গালওয়ান উপত্যকা থেকে হট স্প্রিং এলাকা পর্যন্ত বিস্তারিত, তার থেকে কিছুটা পিছু হঠার যুক্তি মেনেছে চিন এবং সীমান্ত থেকে চিনা সেনাদের কয়েকশ মিটার পিছিয়ে নেওয়া হচ্ছে৷
তবে সরকারি ভাবে এটাও জানানো হচ্ছে যে, প্যাংগং(Pangong) বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) মতবিরোধ থামানোর বিষয়ে ঐকমত্য পৌঁছনো যায়নি৷ তাই ৫ মে দুই পক্ষের সেনা সংঘর্ষের পর যে পরিস্থিতি হয়েছে, সেই উত্তাপ যে এখনই মিটছে না, সেটা একপ্রকার বলাই বাহুল্য৷
advertisement
advertisement
সূত্রের খবর,হট স্প্রিং এবং গোগরা এলাকার পয়েন্ট ১৫, ১৭ থেকে সরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন পিপলস লিবারেশন পার্টির (PLA)-র কমান্ডার৷ এই সব জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে ভারতের মাটিতে ঢুকে পড়েছিল চিন, এমনই ছিল ভারতের দাবি৷ তবে আপাতত সেই সব এলাকা থেকে কিছুটা হলেও নিজেদের সেনা সরানোর পক্ষ মত দিয়েছে চিনা বাহিনী৷
advertisement
এলএসিতে Siachen-isation এড়াতে চায় দুই পক্ষই৷ কী এই Siachen-isation? ভারত-পাক সংঘর্ষের ফলে সারাক্ষণ সিয়াচেনে হিমবাহে মোতায়েন রাখতে হয় বাহিনী৷ চরম আবহাওয়ায় সেনা মোতায়ন এবং লড়াই খুবই কষ্টকর৷ তাই এই পথে হাঁটতে চাইছে না কোনও পক্ষই৷ তবে প্যাংগং লেক সংলগ্ন এলাকায় জট কাটার মত পরিস্থিতি এখনই তৈরি হয়নি, অন্তত বৈঠকে তো নয়ই৷
Location :
First Published :
July 02, 2020 8:21 AM IST