ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক মোদির

Last Updated:

কেন্দ্র জানিয়েছে, ২৯ ও ৩০ অগাস্টের রাতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে চিন সেনা৷ ভারতীয় সেনা সাহসিকতার সঙ্গে অনুপ্রবেশ রুখে দিয়েছে৷

#নয়াদিল্লি: লাদাখে চিন সেনার অনুপ্রবেশ রুখে দেওয়ার কয়েক ঘণ্টা পরেই সীমান্তের ঘটনার বিস্তারিত রিপোর্ট দিতে দিল্লি গেলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর৷ News18-কে একটি সূত্র জানিয়েছে, ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে রিপোর্ট নিচ্ছেন লাদাখ পরিস্থিতি নিয়ে৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠকের নির্যাস, যে কোনও পরিস্থিতির জন্য তৈরি ভারত৷ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে৷
কেন্দ্র জানিয়েছে, ২৯ ও ৩০ অগাস্টের রাতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে চিন সেনা৷ ভারতীয় সেনা সাহসিকতার সঙ্গে অনুপ্রবেশ রুখে দিয়েছে৷ ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়েছে, ২৯/৩০ অগাস্ট রাতে চুক্তি লঙ্ঘন করে পূর্ব লাদাখে অনুপ্রবেশের চেষ্টা করে৷ সামরিক পদক্ষেপ করে সেখানে স্থিতাবস্থা নষ্ট করে তারা। ভারতীয় জওয়ানদের সংঘর্ষে লিপ্ত হতে উস্কানি দেয়। সেনার মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানান, সমস্যার সমাধানে চুসুলে ব্রিগেড কম্যান্ডর স্তরের বৈঠক হচ্ছে৷ সেনার বিবৃতি অনুযায়ী, প্যাংগং তাসো লেকের দক্ষিণে চিন সেনার প্ররোচনামূলক গতিবিধি রুখে দিয়েছে সেনা৷
advertisement
advertisement
গত ১৫ জুনের পরে এটাই প্রথম লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষ৷ গত সাড়ে ৩ মাস ধরে লাদাখে ভারত-চিন মুখোমুখি৷ বহু বার বৈঠকের পরেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি৷ দু দেশের সেনা সরানোর প্রক্রিয়া গত ৬ জুলাই শুরু হয়৷ তার আগে প্রায় ২ ঘণ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ই-র মধ্যে মিটিং হয়৷ তারপরে সীমান্তে তপ্ত পরিস্থিতি সামান্য কমে৷ কিছু জায়গায় ভারত ও চিন-- উভয় পক্ষই সেনা সরায়৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক মোদির
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement