TikTok-এর বদলে দেশি Roposo! একদিনে ১ কোটি নতুন যোগদানের আশা...

Last Updated:

Roposo জানাচ্ছে, সেরা ব্যবসায়ীক মডেল রয়েছে তাদের৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেক মধ্যে এই মডেলের ফলে দেশের বাজারে তাদের উন্নতি অবসম্ভাবী৷

#নয়াদিল্লি: TikTok-এর বাড়বাড়ন্তে কোপ৷ লক্ষ-কোটি ইউজারের কী হবে, তাই নিয়ে চিন্তায় অনেকে৷ এবার তাদের জন্য আসছে Roposo ৷ একেবারে ভারতীয় এই ভিডিও অ্যাপ কাজ করবে টিকটকের মতো৷ ভিডিও-ফার্স্ট অ্যাপে নিজেদের শৌখিন ভিডিও পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা৷ তাই তো টিকটক ব্যানের পর আশা দেখছে এই ভারতীয় সংস্থা৷ তারা মনে করছে যে, ১ দিনে প্রায় ১ কোটি মানুষ যোগ দেবেন এই নতুন অ্যাপে!
সংস্থার সহ প্রতিষ্ঠাতা ও সিইও মায়াঙ্ক ভাঙ্গাডিয়া জানাচ্ছেন, সকাল থেকে আমাদের ট্র্যাফিকে দারুণ উন্নতি দেখছি৷ প্রচুর মানুষ ঝুঁকছেন এই অ্যাপের প্রতি৷ এটা কোম্পানির জন্য ভাল লক্ষণ৷ চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার ১ দিনের মাথায় এই বৃদ্ধি নিঃসন্দেহে আশাব্যঞ্জক৷
Roposo-তে এখন রয়েছে ৬ কোটি ৫০লক্ষ ইউজার৷ তবে TikTok, Likee, Bigo Live, Vigo Video ও Helo-র মতো চিনা অ্যাপগুলি বন্ধের ফলে এখন Roposo-র জনপ্রিয়তা বাড়তে চলেছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের অ্যাপ স্থানীয় কনটেন্টের ওপর বেশি জোর দেয়৷ তাই এর ভিত্তিতে জনপ্রিয়তা বাড়বে৷ গত ৪ বছর ধরে আমরা এই অ্যাপে স্থানীয় বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে৷ ৩০টি চ্যানেল বা টপিক রয়েছে যেখানে নিজস্ব কনটেন্ট (original content creators) পাবলিশ করা যায়৷ জানাচ্ছেন সংস্থার সিইও৷
advertisement
advertisement
আর যে কনটেন্টের ওপর তাদের কাজ, সেখানে ছোট ছোট কাজ যারা করছেন তারাও মোটা টাকা পেতে পারেন৷ এমন ভাবে সাজানো হয়েছে উপার্জনের পদ্ধতি বা রেভেনিউ মডেল৷ চিনা অ্যাপ ব্যানের আগে থেকে ভারতীয় এই অ্যাপে ভিড় বাড়ছিল৷ নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছিলেন ক্রিয়েটররা৷
মূল সংস্থা গ্ল্যান্স (Glance)-র অধীনে রয়েছে Roposo৷ যদিও পেরেন্ট কোম্পানির থেকে বেশি সংখ্যক মানুষ ব্যবহার করে Roposo৷ এখন মোট ৬ কোটি ৫০ লক্ষ ইউজার রয়েছে তাদের যা মাসিক ২ কোটি ৫০ লক্ষ হারে বৃদ্ধি পায়৷ গ্ল্যান্স (Glance) সংস্থাটির মালিক হল ভারতীয় স্টর্টআপ ইনমোবি (InMobi)৷
advertisement
চিনা অ্যাপ টিকটকের বিকল্প হিসেবে আগামী দিনে গ্ল্যান্স Roposo ভাল ব্যবসা করবে এবং দেশজুড়ে ছড়িয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
TikTok-এর বদলে দেশি Roposo! একদিনে ১ কোটি নতুন যোগদানের আশা...
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement