চিনা বিদেশমন্ত্রীকে ডোভালের ফোনের পরই গালওয়ান থেকে পিছু হঠল চিনা সেনা

Last Updated:

দু’পক্ষই জানিয়েছে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখার সম্মান জানানো হবে৷

#নয়াদিল্লি: ভারত-চিন উত্তাপ কমাতে এবার সামনে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ সীমান্ত সংঘাত নিয়ে এবার তিনি কথা বলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-এর (Wang Yi) সঙ্গে৷ রবিবার দু’জেনর মধ্যে টেলিফোনে কথা হয়৷ ভারত-চিন সীমান্তে সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা হয় ডোভাল ও ওয়াং-এর৷ দু’জনের কথায় ঠিক হয় যে, সামীন্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখবে দু’পক্ষই, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ৷ নিজেদের ভিন্ন চিন্তাভাবনা কখনই বিরোধিতা তৈরি করবে না, এমনই মত আদানপ্রদান হয় উচ্চপর্যায়ের এই আলোচনায়৷
এই ফোনের পর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনার গতিবিধি নিয়ন্ত্রণ করে ভারত ও চিন এবং নিজেদের সেনা পিছিয়ে নেয়৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার সম্মান করা এবং একতরফাভাবে স্থিতিশীল অবস্থা নষ্ট করবে না কোনও পক্ষই, এমনই কথা হয় ডোভাল ও ওয়াং-এর৷ এবং আরও জানানো হয় যে, সীমান্তে শান্তি বিঘ্নিত হয়, এমন কোনও কাজ করবে না কোনও পক্ষই৷ এমনকী, গালওয়ানে স্থায়ী নির্মাণ ভাঙার প্রতিশ্রুতিও চিন দিয়েছে বলে সূত্রের দাবি৷
advertisement
এর মধ্যেই কূটনৈতিক এবং সামরিক পর্যায়ের কথাবার্তা চলবে৷ এবং দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনে পুরোপুরি শান্তি ফেরাতে বিশেষ আলোচনা হবে ভারত-চিনের৷
advertisement
চিনা সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত চিনের বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী ৩০জুন ভারত-চিন কম্যান্ডার স্তরের বৈঠকের পরই সীমান্ত শান্তি ফেরানোর জন্য পদক্ষেপ শুরু করেছে চিন৷ ধীরে ধীরে তাদের সেনা সরানোর কাজ শুরু হয়েছে৷
advertisement
স্নায়ুযুদ্ধে জয় হল ভারতের৷ পিছু হঠল চিন৷ বিতর্কিত এলাকা থেকে সরে গেল চিনা সেনা৷ বিতর্কিত এলাকা থেকে সেনা সরাল ভারতও৷ ২ কিলোমিটার পর্যন্ত সেনা সরাল দু’দেশই৷ গালওয়ান, হট স্প্রিং, গোগরা থেকে সেনা সরালো দু’দেশই৷ তিনটি সংঘর্ষ এলাকা থেকেই সরেছে সেনা৷ বাফার জোন তৈরি করতে সেনা সরাল দু’দেশ৷ এমনই বিবৃতি দিয়ে জানাল বিদেশমন্ত্রক৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিনা বিদেশমন্ত্রীকে ডোভালের ফোনের পরই গালওয়ান থেকে পিছু হঠল চিনা সেনা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement