চিনা বিদেশমন্ত্রীকে ডোভালের ফোনের পরই গালওয়ান থেকে পিছু হঠল চিনা সেনা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দু’পক্ষই জানিয়েছে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখার সম্মান জানানো হবে৷
#নয়াদিল্লি: ভারত-চিন উত্তাপ কমাতে এবার সামনে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ সীমান্ত সংঘাত নিয়ে এবার তিনি কথা বলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-এর (Wang Yi) সঙ্গে৷ রবিবার দু’জেনর মধ্যে টেলিফোনে কথা হয়৷ ভারত-চিন সীমান্তে সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা হয় ডোভাল ও ওয়াং-এর৷ দু’জনের কথায় ঠিক হয় যে, সামীন্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখবে দু’পক্ষই, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ৷ নিজেদের ভিন্ন চিন্তাভাবনা কখনই বিরোধিতা তৈরি করবে না, এমনই মত আদানপ্রদান হয় উচ্চপর্যায়ের এই আলোচনায়৷
এই ফোনের পর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনার গতিবিধি নিয়ন্ত্রণ করে ভারত ও চিন এবং নিজেদের সেনা পিছিয়ে নেয়৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার সম্মান করা এবং একতরফাভাবে স্থিতিশীল অবস্থা নষ্ট করবে না কোনও পক্ষই, এমনই কথা হয় ডোভাল ও ওয়াং-এর৷ এবং আরও জানানো হয় যে, সীমান্তে শান্তি বিঘ্নিত হয়, এমন কোনও কাজ করবে না কোনও পক্ষই৷ এমনকী, গালওয়ানে স্থায়ী নির্মাণ ভাঙার প্রতিশ্রুতিও চিন দিয়েছে বলে সূত্রের দাবি৷
advertisement
এর মধ্যেই কূটনৈতিক এবং সামরিক পর্যায়ের কথাবার্তা চলবে৷ এবং দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনে পুরোপুরি শান্তি ফেরাতে বিশেষ আলোচনা হবে ভারত-চিনের৷
advertisement
চিনা সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত চিনের বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী ৩০জুন ভারত-চিন কম্যান্ডার স্তরের বৈঠকের পরই সীমান্ত শান্তি ফেরানোর জন্য পদক্ষেপ শুরু করেছে চিন৷ ধীরে ধীরে তাদের সেনা সরানোর কাজ শুরু হয়েছে৷
advertisement
স্নায়ুযুদ্ধে জয় হল ভারতের৷ পিছু হঠল চিন৷ বিতর্কিত এলাকা থেকে সরে গেল চিনা সেনা৷ বিতর্কিত এলাকা থেকে সেনা সরাল ভারতও৷ ২ কিলোমিটার পর্যন্ত সেনা সরাল দু’দেশই৷ গালওয়ান, হট স্প্রিং, গোগরা থেকে সেনা সরালো দু’দেশই৷ তিনটি সংঘর্ষ এলাকা থেকেই সরেছে সেনা৷ বাফার জোন তৈরি করতে সেনা সরাল দু’দেশ৷ এমনই বিবৃতি দিয়ে জানাল বিদেশমন্ত্রক৷
Location :
First Published :
July 06, 2020 5:42 PM IST