গত ৬ মাসে কোনও অনুপ্রবেশ হয়নি ভারত-চিন সীমান্তে, সংসদে জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

Last Updated:

গত মে মাস থেকে ভারত-চিন সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি৷ সংসদে প্রশ্ন ওঠে, যদি সীমান্তে কোনও আক্রমণ হয়েই না থাকে, তা হলে ভারত কেন সীমান্তে স্থিতাবস্থা চাইছে এপ্রিল মাস থেকে৷

#নয়াদিল্লি: গত ৬ মাসে ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি৷ একটি প্রশ্নের উত্তরে আজ অর্থাত্‍ বুধবার সংসদে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
এ দিন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অনিল আগরওয়াল বলেন, 'গত ৬ মাসে ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশ ঘটেনি৷ তবে পাকিস্তান থেকে ৪৭ বার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে গত ফেব্রুয়ারি থেকে৷'
গত মে মাস থেকে ভারত-চিন সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি৷ সংসদে প্রশ্ন ওঠে, যদি সীমান্তে কোনও আক্রমণ হয়েই না থাকে, তা হলে ভারত কেন সীমান্তে স্থিতাবস্থা চাইছে এপ্রিল মাস থেকে৷ কেন একের পর এক কূটনৈতিক ও মিলিটারি পর্যায়ের আলোচনা চলছে৷
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, সন্ত্রাসবাদী বা বহিরাগতদের ভারতের মাটিতে অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে অনুপ্রবেশ শব্দবন্ধটি সার্বিক ভাবে উল্লেখ করেছেন রাজনাথ সিং৷ তার মানে এই নয়, চিন সীমান্তে অনুপ্রবেশ ঘটেছে৷ রাজনাথ সিং মঙ্গলবার সংসদে বলেন, 'প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বিগড়ে দিতে একাধিক চেষ্টা হয়েছে পূর্ব লাদাখে৷ কিন্তু ভারতীয় সেনা বীরের মতো রুখে দাঁড়িয়েছে৷ যোগ্য জবাব দিয়েছে৷'
advertisement
ভারতীয় সেনার উচ্ছ্বসিত প্রশংসা করে রাজনাথ বলেন, 'আমাদের জওয়ানরা বেজিংকে উপযুক্ত জবাব দিয়েছে। গালওয়ানে সংঘর্ষে ভারতের ২০ জওয়ানের মৃত্যু হয়েছে। কিন্তু চিনের পক্ষে তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আবার যেখানে সংযম দেখানোর দরকার, জওয়ানরা সেখানে সংযম ও ধৈর্য দেখিয়েছে। এই শৃঙ্খলা ও শৌর্যের জন্য শুধু সংসদ নয়, সারা দেশবাসীর ভারতীয় সেনার পাশে দাঁড়ানো উচিত।'
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
গত ৬ মাসে কোনও অনুপ্রবেশ হয়নি ভারত-চিন সীমান্তে, সংসদে জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement