'প্রচণ্ড ঠান্ডায় ১৭-১৮ ঘণ্টা টানা লড়াই,' গালওয়ান ভ্যালি সংঘর্ষ নিয়ে প্রথম তথ্য দিল ITBP

Last Updated:

গত ১৫-১৬ জুন গালওয়ান ভ্যালিতে চিন সেনার সঙ্গে লড়াইয়ে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন৷ চিনও স্বীকার করে, তাদেরও সেনার মৃত্যু হয়েছে৷ তবে কতজন মারা গিয়েছে, তা স্পষ্ট নয়৷

#নয়াদিল্লি: লাদাখে গালওয়ান ভ্যালিতে ওই দিন রাতে ঠিক কী ঘটেছিল, এই প্রথমবার সম্পূর্ণ বিবরণ দিল ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)৷ আইটিবিপি জানাল, গত ১৫ জুন চিন সেনার সঙ্গে সারারাত লড়াই করেছিলেন জওয়ানরা৷ যোগ্য জবাব দিয়েছিল ভারত৷
পূর্ব লাদাখ সীমান্তে চিন সেনার সঙ্গে লড়াইয়ে অত্যন্ত সাহসিকতা প্রদর্শনের জন্য ২৯৪ জন ITBP জওয়ানকে পুরস্কৃত করা হয়েছে৷ ITBP জানাল, 'শুধু বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের বাঁচানোই নয়, অত্যন্ত সাহসিকতার সঙ্গে চিন সেনাকে জবাবও দিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে৷ টানা ১৭ থেকে ২০ ঘণ্টা জওয়ানরা চিন সেনার মুখোমুখি সীমান্ত আগলে দাঁড়িয়েছিলেন৷ প্রতিটি ক্ষেত্রেই চিন সেনাকে যোগ্য জবাব দিয়েছে৷'
advertisement
আইটিবিপি জানাচ্ছে, চিন সেনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের জন্য ২১ জন জওয়ানকে পুরস্কৃত করা হচ্ছে৷ দুর্গম পাহাড়ি সীমান্তে, প্রচণ্ড প্রতিকূল আবহে জওয়ানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে চিন সেনার বিরুদ্ধে লড়াই করেছে৷
advertisement
গত ১৫-১৬ জুন গালওয়ান ভ্যালিতে চিন সেনার সঙ্গে লড়াইয়ে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন৷ চিনও স্বীকার করে, তাদেরও সেনার মৃত্যু হয়েছে৷ তবে কতজন মারা গিয়েছে, তা স্পষ্ট নয়৷
advertisement
ITBP জানাচ্ছে, COVID-19 বিরুদ্ধে অক্লান্ত লড়াইয়ের জন্য ৩১৮ জন ITBP জওয়ান ও ৪০ CAPF জওয়ানের নাম পুরস্কারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷ ১০ হাজার বেড বিশিষ্ট সর্দার প্যাটেল কোভিড হাসপাতাল অপরাটে করছেন জওয়ানরা৷
৯০ হাজার ITBP জওয়ান ৩ হাজার ৪৮৮ কিমি দীর্ঘ ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পাহারা দিচ্ছেন৷ লদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচলপ্রদেশের জাচেপ লা পর্যন্ত৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'প্রচণ্ড ঠান্ডায় ১৭-১৮ ঘণ্টা টানা লড়াই,' গালওয়ান ভ্যালি সংঘর্ষ নিয়ে প্রথম তথ্য দিল ITBP
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement