বড় সাফল্য! লাদাখে দক্ষিণ প্যাংগং লেকের সব পোস্ট দখলে নিল ভারতীয় সেনা: সূত্র

Last Updated:

সরকারের সূত্র জানাল, প্যাংগং লেকের দক্ষিণে সব পজিশন ও পোস্ট এখন ভারতের দখলে চলে এসেছে৷ বর্তমান পরিস্থিতিতে এগিয়ে ভারতীয় সেনা৷

#নয়াদিল্লি: বড় সাফল্য ভারতীয় সেনার৷ পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিণে সব কটি পোস্ট দখল করল ভারতীয় সেনা৷ News18-কে সরকারের সূত্র জানাল, প্যাংগং লেকের দক্ষিণে সব পজিশন ও পোস্ট এখন ভারতের দখলে চলে এসেছে৷ বর্তমান পরিস্থিতিতে এগিয়ে ভারতীয় সেনা৷
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানাচ্ছে, 'আমরা চিনের লোকেশনে প্রবেশ করিনি৷ কিন্তু আমাদের পোস্টগুলিতে আধিপত্য কায়েম করেছি৷ এই মুহূর্তে আমরাই এগিয়ে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা সীমানা সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ৷ আশা করছি সীমান্ত নিয়ে একটি শান্তিপূর্ণ সমাধানে আসবে চিন৷'
প্যাংগং লেকের দক্ষিণে চিন সেনার প্ররোচনামূলক গতিবিধির জেরে নতুন করে ভারত-চিন সীমান্ত উত্তপ্ত৷ মঙ্গলবারও ভারত ও চিনের ব্রিগেড কম্যান্ডর স্তরের বৈঠক হয়েছে চুসুলে৷ গত ২৯ ও ৩০ অগাস্ট রাতে চিন সেনা ভারতে ঢোকার চেষ্টা করে৷ পয়লা সেপ্টেম্বর রাতেও একই ভাবে আগ্রাসনের চেষ্টা করে পিপলস লিবারেশন আর্মি৷ পূর্ব লাদাখ নিয়ে প্রায় চার মাস ধরে চলছে চিনের সঙ্গে টানাপড়েন।
advertisement
advertisement
যদিও চিনের তরফে দাবি করা হয়েছে, চিন সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢোকেনি৷ প্রসঙ্গত, চিন সেনার অনুপ্রবেশ ঘিরে গত মে মাস থেকে লাদাখের পরিস্থিতি উত্তপ্ত। জুনের মাঝামাঝি সময়ে গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে চিন সেনার। তাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। হতাহতের ঘটনা ঘটে চিনের তরফেও। যদিও তাদের তরফে ঠিক কত জন প্রাণ হারিয়েছেন, তা গোপন রেখেছে চিন। তবে মার্কিন গোয়েন্দাদের দাবি, চিনের ৩৫ জন সেনার মৃত্যু হয় ওই দিন রাতে৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
বড় সাফল্য! লাদাখে দক্ষিণ প্যাংগং লেকের সব পোস্ট দখলে নিল ভারতীয় সেনা: সূত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement