মোদির লাদাখ সফরের পরই ভারত- চিনের মধ্যে লাগাতার বৈঠক, তাতেই কি বরফ গলল?

Last Updated:

প্রধানমন্ত্রীর লাদাখ সফরের পরই একের পর এক বৈঠকে ফের চিনকে কড়া বার্তা দেওয়া হয় ভারতের তরফে৷

#নয়াদিল্লি: শুক্রবার আচমকা লাদাখ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার বাহাত্তর ঘণ্টার মধ্যেই উত্তেজনা প্রশমনে অবশেষে পিছু হঠতে শুরু করল ভারতীয় সেনা৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর লাদাখ সফরের পর গত ৪৮ ঘণ্টায় ভারত এবং চিনের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে একের পর এক বৈঠক হয়৷ এ দিন সংঘাত এড়াতে গালওয়ান উপত্যকায় চিনা সেনার পিছিয়ে যাওয়া সেই সমস্ত বৈঠকেরই ফল বলে দাবি করা হচ্ছে৷
সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, গালওয়ান নদী সংলগ্ন যে এলাকাগুলি থেকে দু'পক্ষ পিছিয়ে আসার বিষয়ে একমত হয়েছিল, সেখান থেকে চিনা সেনা তাদের তাঁবু, বাহিনী এবং যানবাহন সরিয়ে নিয়েছে৷ প্রায় ১ থেকে ২ কিলোমিটার পিছিয়ে গিয়েছে তারা৷ বৈঠকের শর্ত মেনে ভারতীয় সেনাও বেশ কিছুটা পিছিয়ে এসেছে বলে খবর৷
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর লাদাখ সফরের পরই একের পর এক বৈঠকে ফের চিনকে কড়া বার্তা দেওয়া হয় ভারতের তরফে৷ নিজেদের অনড় অবস্থান বুঝিয়ে দেয় নয়াদিল্লি৷ এক্ষেত্রে প্রধানমন্ত্রীর লাদাখ সফরের সিদ্ধান্ত কার্যকরী প্রমাণিত হয়েছে৷ অন্যদিকে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি নিয়ে ভারতের দায়িত্বশীল এবং স্পষ্ট অবস্থানকে সমর্থন করেছিল বিশ্বের অধিকাংশ দেশ৷ ফলে আন্তর্জাতিক স্তরেও চাপ বাড়ছিল বেজিংয়ের উপরে৷
advertisement
advertisement
দু' দেশের বাণিজ্য সম্পর্কেও বড়সড় প্রভাব পড়ছিল৷ ভারত এবং চিনের বাণিজ্য সম্পর্কে যাঁরা বিনিয়োগ করেছেন, বেজিংয়ের উপরে চাপ বাড়াচ্ছিলেন তাঁরাও৷ সবমিলিয়ে অনড় অবস্থান থেকে সরে আসা ছাড়া চিনের কোনও উপায়ও ছিল না৷ সূত্রের খবর, আগাগোড়াই দিল্লি বেজিংকে বুঝিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করা হবে না৷
তবে চিনের সেনাকে এখনই চোখ বুজে ভরসা করছে না ভারতীয় সেনা৷ অন্তত বাহাত্তর ঘণ্টা তাদের গতিবিধি কী থাকে, তা দেখেই পিছু হঠার বিষয়ে নিশ্চিত হতে চায় ভারতীয় বাহিনী৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
মোদির লাদাখ সফরের পরই ভারত- চিনের মধ্যে লাগাতার বৈঠক, তাতেই কি বরফ গলল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement