লাদাখে চিন সীমান্তের গা ঘেঁষে উড়ছে রাফাল, সামনে এল ভিডিও

Last Updated:

চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার আবহেই ভারতে এসে পৌঁছেছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান৷ ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে সেগুলিকে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়েছে৷

#লাদাখ: চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখার গা ঘেঁষেই উড়ছে রাফাল৷ সেই ভিডিও-ই এবার সামনে এল৷ যে এলাকাগুলিতে রাফালকে ব্যবহার করা হবে, বায়ুসেনায় নতুন যুক্ত হওয়া অত্যাধুনিক যুদ্ধবিমানগুলিকে সেই এলাকায় উড়িয়ে অভ্যস্ত করার প্রক্রিয়াই এখন চলছে৷ যদিও চিন সীমান্তে উত্তেজনার আবহে লাদাখে নিয়মিত রাফাল উড়িয়ে যে চিনকেও কড়া বার্তাই দিয়ে রাখা হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না৷
ভিডিও-তে দেখা যাচ্ছে লাদাখে পাহাড়ে ঘেরা এলাকায় আকাশে চক্কর কাটছে রাফাল৷ এক এক সময় উচ্চতা কমিয়ে নীচের দিকে নেমে এসে ফের উপরে উড়ে যাচ্ছে ফাইটার জেট৷ লাদাখে আপাতত ফরওয়ার্ড এয়ার বেসের উপরে রাফালকে ওড়ানো হচ্ছে৷
advertisement
advertisement
চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার আবহেই ভারতে এসে পৌঁছেছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান৷ ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে সেগুলিকে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়েছে৷ কয়েকদিন আগে থেকেই লাদাখের আকাশে এই যুদ্ধবিমানগুলি উড়িয়ে বায়ুসেনার পাইলটদেরও আরও সড়গড় করে নেওয়া হচ্ছে৷ দুর্গম এই এলাকায় রাফাল বাস্তবে কতটা কার্যকর হবে, হাতেকলমে তারও আন্দাজ পেয়ে যাচ্ছে বায়ুসেনা৷
advertisement
ইতিমধ্যেই ভারতের হাতে দশটি রাফাল যুদ্ধবিমান তুলে দিয়েছে ফ্রান্স৷ তার মধ্যে পাঁচটি ভারতে এসে গেলেও ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণের জন্য বাকি পাঁচটি রাফাল এখনও ফ্রান্সেই রয়েছে৷ আগামী নভেম্বর মাসের মধ্যেই আরও চার থেকে পাঁচটি রাফালের ভারতে এসে পৌঁছনোর কথা৷ বিশেষজ্ঞরা আগেই বলেছেন, রাফাল হাতে চলে আসায় ভারতীয় বায়ুসেনার শক্তি এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে৷ যা চিনেরও যথেষ্ট উদ্বেগের কারণ৷
advertisement
চিন এবং পাকিস্তান সীমান্তে যাতে জরুরি ভিত্তিতে রাফালগুলিকে দ্রুত পাঠানো সম্ভব হয়, সেই কারণেই আম্বালাকে রাফালের প্রধান ঘাঁটি হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ চিন সীমান্তের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের হাসিমারাকে রাফালের দ্বিতীয় ঘাঁটি হিসেবে বাছা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
লাদাখে চিন সীমান্তের গা ঘেঁষে উড়ছে রাফাল, সামনে এল ভিডিও
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement