দুই সীমান্তে যুদ্ধের জন্য তৈরি ভারত, চিনের সঙ্গে সীমান্ত সমস্যার মধ্যে তাৎপর্যপূর্ণ বক্তব্য এয়ার চিফ মার্শালের

Last Updated:

লাদাখে ভারত ও চিনা সেনাবাহিনী মুখোমুখি হওয়ার পর থেকেই দু'দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। একই সঙ্গে এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে পাকিস্তানও৷ সন্ত্রাস চালানোর জন্য এটাই সেরা সময় বলে মনে করছে জঙ্গিরা৷

#নয়াদিল্লি: পূর্ব লাদাখে দীর্ঘদিন ধরে ভারত (India) এবং চিনের (China) সেনার মধ্যে উত্তেজনা আর তার মাঝেই বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়ার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ । বায়ুসেনা প্রধান বলেছেন যে, উত্তর ভারতে দু’দিকের সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ভারত। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে চিন ও পাকিস্তান দু' পক্ষের সঙ্গেই তারা লড়তে প্রস্তুত। তিনি আরও বলেন যে, প্রতিটি ফ্রন্টে শত্রুদের মুখোমুখি হতে ও তাদের যোগ্য জবাব দিতে দেশের বিমান বাহিনী পুরোপুরি প্রস্তুত। ৮ অক্টোবর এয়ার ফোর্স ডে-র আগে এক সাংবাদিক সম্মেলনে এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়ার (Air Chief Marshal RKS Bhadauria)গলায় ছিল আত্মবিশ্বাসের সুর৷ তিনি জোর গলায় বলেন যে চিনকে কুপোকাৎ করতে ভারতের বিমান বাহিনী প্রস্তুত৷
advertisement
advertisement
advertisement
পূর্ব লাদাখে ভারত ও চিনা বাহিনীর মুখোমুখি সংঘর্ষের পর থেকে দু'দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। একই সঙ্গে পাকিস্তানও এই উত্তেজনার সুযোগ নিয়ে চলেছে। পাক সন্ত্রাসবাদীরা মনে করছে যে সীমান্তে উত্তেজনা ও চিনা সীমান্তের ওপর বেশি নজরদারির সুযোগ তারা নিতে পারবে৷ সন্ত্রাস ও ষড়যন্ত্র চালানোর এই সুযোগটি তারা কাজে লাগাতে পারবে, এমন ভাবেই ঘুঁটি সাজাতে চাইছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এর মধ্যেই ভারত-পাক সীমান্তেও চলেছে গুলি৷ বেশ কয়েকবার তাদের হামলার ছকও বানচাল করেছে ভারতীয় সেনাবাহিনী৷ অর্থাৎ পাকিস্তান ও চিন এই দুই সীমান্তেই সমানভাবে সজাগ রয়েছে ভারতীয় বাহিনী৷ বিমানবাহিনী প্রধান আর কেএস ভাদৌরিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে দুই দেশের বিরুদ্ধে চলতে থাকা উত্তেজনার মধ্যে ভারতীয় বায়ুসেনা প্রতিটি শত্রুর মুখোমুখি হতে প্রস্তুত।
advertisement
বায়ুসেনা প্রধান বলেন, ভারতীয় বায়ুসেনায় রাফাল যোগের পর থেকে বিমান বাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। রাফাল আসার পরে শত্রুদের মধ্যে একটি ভীতি তৈরি হয়েছে। এটি বাহিনীর শক্তি ও মনোবল আরও বাড়াবে, মনে করছেন এয়ার চিফ মার্শাল। এটির সাহায্যে ভারত দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম হবে। তিনি বলেছেন যে, আগামী পাঁচ বছরে ভারতীয় বায়ুসেনা আরও শক্তিশালী হবে। আগামী পাঁচ বছরে তেজাস, কম্ব্যাট হেলিকপ্টার, ট্রেনার এয়ারক্র্যাফ্ট সহ আরও অনেক শক্তিশালী অস্ত্র বিমানবাহিনীর শক্তি হয়ে উঠবে।
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
দুই সীমান্তে যুদ্ধের জন্য তৈরি ভারত, চিনের সঙ্গে সীমান্ত সমস্যার মধ্যে তাৎপর্যপূর্ণ বক্তব্য এয়ার চিফ মার্শালের
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement