হু হু করে বাড়ছে গালওয়ান নদীর জলস্তর, বিপাকে চিনা সৈন্য

Last Updated:

সেনা পিছোতেই হবে চিনকে

#নয়াদিল্লি: পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC)  বরাবর ভারত ও চিনের উত্তেজনা জারি রয়েছে ৷ এরকমও দাবি করা হয়েছে চিন সীমান্ত রেখা বরবার আগ্রাসন চালিয়েছে ৷ এই আক্রমণের জবাব দিয়েছে ভারতীয় সেনা ৷ এর মধ্যে সুখবর যে চিনা সেনাকে সীমান্ত বরাবর পিছু হঠাতে হচ্ছে ৷ এভাবে চিনের সেনাদের পিছু হঠার কারণ গালওয়ান নদী৷ নদীতে বান আসায় এভাবে পিছু হঠতে বাধ্য হতে হবে  সেনা বাহিনীকে ৷
গলওয়ান নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ৷ তাদের খবর অনুযায়ী, এতে চিনা সেনাদের মুশকিলে পড়তে হচ্ছে ৷ চিনা সেনা এই মুহূর্তে গালওয়ান নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে ৷ ইতিমধ্যেই জলের স্তর অনেকটা ওপর অবধি পৌঁছে গিযেছে ৷ সেনাবাহিনীর এক শীর্ষাধিকারিক জানিয়েছেন এই সময়ে তাপমাত্রা বাড়ছে, যার জেরে পাহাড়ি এলাকার বরফ দ্রুত গলে যাচ্ছে ৷ আর তারই প্রভাবে দ্রুত বাড়ছে জলস্তর ৷ আধিকারিকের দাবি স্যাটেলাইট ও ড্রোন থেকে পাওয়া ছবি অনুযায়ী চিনা সেনাবাহিনী কড়া নজর রেখেছে পরিস্থিতির ওপর ৷
advertisement
Photo- Collected Photo- Collected
advertisement
গালওয়ান নদী এই সময় এতটাই মারাত্মক হয়ে যায় যে প্রাণহানির শঙ্কাও তৈরি হয় এই নদীর বন্যায়৷ গত মাসের ১৫ তারিখ ভারত ও চিনা সেনাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়৷ যাতে ভারতের ২০ জন সৈনিক শহিদ হন ৷ এই সেনাদের অনেকেই নদীর হিমশীতল জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা যায় ৷ ভারত রণনীতিগত ভাবে সুবিধাজনক জায়গায় থাকার জন্য গলওয়ান নদীর ওপর ব্রিজ তৈরি করছিল ৷ এর ফলেই ঘাবড়ে যায় চিন ৷
advertisement
গত প্রায় ৯ সপ্তাহ ধরে এলএসি- LAC  বরাবর চিন -ভারত উত্তেজনা চলছে ৷ দুই দেশই এখনও অবধি কোনও সমাধানসূত্র খুঁজে পেতে ব্যর্থ ৷ বিদেশমন্ত্রক ও সেনা আধিকারিক স্তরে আলোচনাও হচ্ছে ৷ কথাবার্তার মাধ্যমেই এই ইস্যু-র সমাধানসূত্র বার করতে আগ্রহী দুই দেশই ৷ তবুও এখনও অবধি সীমান্ত উত্তেজনা প্রশমনের কোনও ইঙ্গিত ২ পক্ষের কারোর তরফ থেকেই পাওয়া যায়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
হু হু করে বাড়ছে গালওয়ান নদীর জলস্তর, বিপাকে চিনা সৈন্য
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement