#নয়াদিল্লি: চিনা পণ্য বয়কটে আরও এক তাৎপর্যপূর্ণ ঘটনা। ভারতের সবচেয়ে বড় সাইকেল প্রস্তুতকারক সংস্থা হিরো সাইকেল চিনের সঙ্গে সমস্ত ব্যবসা বন্ধ করছে। সংস্থার চেয়ারম্যান পঙ্কজ মুনজল জানিয়েছেন, কম পক্ষে ৯০০ কোটি টাকার চালু ব্যবসা বন্ধ হবে চিনের সঙ্গে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত মুনজলের বিবৃতি অনুযায়ী, বিকল্প বাজারের সন্ধানে রয়েছে হিরো সাইকেল। তারা গাঁটছড়া বাঁধতে চায় অন্য কোনও যোগ্যতম সংস্থার সঙ্গে। সেই তালিকায় প্রথম নাম জার্মানির।
করোনার আবহে সামাজিক দূরত্ব রক্ষা করতে সাইকেলের মতো নিরাপদ যান আর দু'টি নেই। তাই বিশ্বের বাজারে গত কয়েক মাসে সাইকেলের চাহিদাও বেড়েছে কয়েক গুণ। ভারতের ছবিটাও একই। সেই চাহিদা পূরণ হবে কী করে? পঙ্কজ মুনজল আশ্বস্ত করে বলছেন, চাহিদা অনুযায়ী জোগান বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে হিরো সাইকেল। শুধু তাই নয়, লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়া সংস্থাকে যাতে চিনের মুখাপেক্ষী না হতে হয় তা নিশ্চিত করতে চায় হিরো সাইকেল। কারিগরি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India China, India-China face-off