সবসময় ভারতের পাশে, লাদাখে সেনা মৃত্যুতে সমবেদনা জানিয়ে বার্তা ফ্রান্সের

Last Updated:

ফ্রান্সের থেকেই ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত৷ দিল্লির অনুরোধে দ্রুত সেই বিমানগুলি সরবরাহের চেষ্টা শুরু করেছে ফ্রান্স৷

#নয়াদিল্লি: গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি লিখলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী৷ একই সঙ্গে ফ্রান্স যে বন্ধু রাষ্ট্র হিসেবে  সবসময় ভারতের পাশে আছে, চিঠিতে সেই বার্তাও দিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি৷
সোমবারই রাজনাথ সিংকে এই চিঠি পাঠিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী৷ চিঠিতে তিনি লিখেছেন, 'সৈন্যদের এবং তাঁদের পরিবারের জন্য এই ঘটনা জোরাল ধাক্কা ছিল৷ ফ্রান্সের সশস্ত্র বাহিনীর তরফে আমি জানাতে চাই যে আমরা নিরবিচ্ছিন্ন এবং বন্ধুত্বপূর্ণ সমর্থন নিয়ে সবসময় ভারতের পাশে আছি৷'
শুধু তাই নয়, এই অঞ্চলে ভারত যে কৌশলগত ভাবে ফ্রান্সের সঙ্গী, সেকথাও চিঠিতে জানিয়েছেন তিনি৷ এর পাশাপাশি গালওয়ানে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনাও জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী৷ রাজনাথ সিং-এর আমন্ত্রণে খুব শিগগিরই ভারতে এসে তাঁর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন পার্লি৷
advertisement
advertisement
ফ্রান্সের থেকেই ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত৷ দিল্লির অনুরোধ দ্রুত সেই বিমানগুলি সরবরাহের চেষ্টা শুরু করেছে ফ্রান্স৷ এর পাশাপাশি ভারত এবং ফ্রান্স সামরিক বাহিনীও পারস্পরিক সহযোগিতার উপরে জোর দিয়েছে৷ ভারত মহাসাগরে দুই দেশের নৌবাহিনী যৌথ মহড়াও চালিয়েছে৷ সূত্রের খবর অনুযায়ী ৩৬টির মধ্যে অন্তত দশটি রাফাল বিমান ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে৷ তার মধ্যে ৬টি রাফাল জুলাই মাসের শেষ দিকে আবু ধাবি হয়ে ভারতে উড়িয়ে আনবেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা ৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
সবসময় ভারতের পাশে, লাদাখে সেনা মৃত্যুতে সমবেদনা জানিয়ে বার্তা ফ্রান্সের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement