#নয়াদিল্লি: গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি লিখলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী৷ একই সঙ্গে ফ্রান্স যে বন্ধু রাষ্ট্র হিসেবে সবসময় ভারতের পাশে আছে, চিঠিতে সেই বার্তাও দিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি৷
সোমবারই রাজনাথ সিংকে এই চিঠি পাঠিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী৷ চিঠিতে তিনি লিখেছেন, 'সৈন্যদের এবং তাঁদের পরিবারের জন্য এই ঘটনা জোরাল ধাক্কা ছিল৷ ফ্রান্সের সশস্ত্র বাহিনীর তরফে আমি জানাতে চাই যে আমরা নিরবিচ্ছিন্ন এবং বন্ধুত্বপূর্ণ সমর্থন নিয়ে সবসময় ভারতের পাশে আছি৷'
শুধু তাই নয়, এই অঞ্চলে ভারত যে কৌশলগত ভাবে ফ্রান্সের সঙ্গী, সেকথাও চিঠিতে জানিয়েছেন তিনি৷ এর পাশাপাশি গালওয়ানে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনাও জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী৷ রাজনাথ সিং-এর আমন্ত্রণে খুব শিগগিরই ভারতে এসে তাঁর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন পার্লি৷
ফ্রান্সের থেকেই ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত৷ দিল্লির অনুরোধ দ্রুত সেই বিমানগুলি সরবরাহের চেষ্টা শুরু করেছে ফ্রান্স৷ এর পাশাপাশি ভারত এবং ফ্রান্স সামরিক বাহিনীও পারস্পরিক সহযোগিতার উপরে জোর দিয়েছে৷ ভারত মহাসাগরে দুই দেশের নৌবাহিনী যৌথ মহড়াও চালিয়েছে৷ সূত্রের খবর অনুযায়ী ৩৬টির মধ্যে অন্তত দশটি রাফাল বিমান ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে৷ তার মধ্যে ৬টি রাফাল জুলাই মাসের শেষ দিকে আবু ধাবি হয়ে ভারতে উড়িয়ে আনবেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: France, India China, Ladakh