আসছে বিধ্বংসী ৩৩টি যুদ্ধবিমান! ক্রমে শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
সব মিলিয়ে এতে খরচ হবে প্রায় ১৮,১৪৮ কোটি টাকা
#নয়াদিল্লি: চিনা আগ্রাসনের কথা মাথায় রেখে এ বার আকাশপথে শক্তি বাড়ানোর কাজ শুরু করল ভারত। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বায়ু সেনাকে ৩৩ টি নতুন যুদ্ধবিমান কেনার অনুমতি দিল। এর মধ্যে ১২ টি Su-30 MKI এবং ২১টি MiG-29 রয়েছে। এছাড়াও ৫৯ টি পুরনো MiG-29-এর আপগ্রেডেশন করারও অনুমতি মিলেছে। সব মিলিয়ে এতে খরচ হবে প্রায় ১৮,১৪৮ কোটি টাকা।
বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের অ্যাকিউজিশন কাউন্সিলের (ডিএসি) একটি বৈঠক হয়। বৈঠকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পরে ডিএসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় বায়ুসেনার বহুদিনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই অনুমোদন দেওয়া হয়েছে।’ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে মিগ কিনতে এবং আপগ্রেডেশনে খরচ হবে ৭৪১৮ কোটি এবং হ্যালের কাছ থেকে Su-30 MKI কিনতে 10,730 কোটি খরচ হবে।
advertisement
এখানেই শেষ নয়, ডিএসি এদিন স্থলসেনাকেও বিভিন্ন অস্ত্রশস্ত্র কেনার জন্য ৩৮,৯০০ কোটি টাকা অনুমোদন করেছে। এ ছাড়াও ক্ষেপনাস্ত্রের শক্তি বাড়াতে ১০০০ কিলোমিটার রেঞ্জের ২৪৮ ‘অস্ত্র’ ক্ষেপনাস্ত্র কেনারও অনুমতি দিয়েছে ডিএসি।
advertisement
ডিএসি-র বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের নতুন এবং পুরনো মিসাইলের সংখ্যা বাড়ানোয় তিন ধরনের বাহিনীরই শক্তি বৃদ্ধি পাবে।’ ডিএসি-র তরফে বলা হয়েছে, এ বারে দেশীয় সংস্থার কাছ থেকে অস্ত্রশস্ত্র কেনায় বাড়তি জোর দেওয়া হয়েছে। তাতে দেশীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছে কেন্দ্র।
advertisement
প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, অস্ত্র কেনার পাশাপাশি লাদাখে LAC বরাবর নজরদারিও বাড়িয়েছে ভারতীয় বায়ুসেনা। নতুন অস্ত্রশস্ত্র আসার পরে বায়ুসেনার ওই নজরদারি আরও কড়া হবে বলে মনে করা হচ্ছে।
SHALINI DATTA
Location :
First Published :
July 03, 2020 4:00 PM IST