আজই লাদাখ নিয়ে সংসদে বিবৃতি দিতে পারেন রাজনাথ, বিরোধী চাপ এড়াতে তৎপর সরকার

Last Updated:

লাদাখ সীমান্তের পরিস্থিতি কী, তা স্পষ্ট ভাবে সরকারকে জানাতে হবে বলে দাবি করেছিল বিরোধী দলগুলি৷

#নয়াদিল্লি: বিরোধীদের দাবি মেনে আলোচনা হচ্ছে না৷ তবে আজ, মঙ্গলবারই লাদাখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ বিরোধীরা আলোচনার দাবিতে খুব বেশি শোরগোল করার আগেই বিবৃতি দিয়ে তাঁদের শান্ত করার কৌশলই মোদি সরকার নিল বলে মনে করা হচ্ছে৷
লাদাখ সীমান্তের পরিস্থিতি কী, তা স্পষ্ট ভাবে সরকারকে জানাতে হবে বলে দাবি করেছিল বিরোধী দলগুলি৷ প্রশ্নোত্তর পর্ব না থাকায় এ বিষয়ে আলোচনাও চেয়েছিল বিরোধীরা৷ যদিও সরকারি সূত্রের খবর, লাদাখ সীমান্তের পরিস্থিতির সঙ্গে যেহেতু জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িয়ে রয়েছে, তাই এ বিষয়ে এখনই সব তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয়৷ সেই কারণেই বিরোধীদের দাবিকে সম্মান দিয়ে সরকারের পক্ষ থেকে লাদাখ পরিস্থিতি নিয়ে বিবৃতি পেশ করবেন প্রতিরক্ষা মন্ত্রী৷
advertisement
লাদাখ ইস্যুতে হইহট্টগোলের জেরে যাতে সংসদের কাজকর্ম ব্যাহত না হয়, তাও নিশ্চিত করতে চায় সরকার৷ পাশাপাশি, এই ইস্যুতে বিরোধী এবং সরকার যে ঐক্যবদ্ধ, সেই ছবিও তুলে ধরতে চায় সরকার৷ সেই কারণেই এ দিন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের বার্তায় সব রাজনৈতিক দলের কাছে সেনাবাহিনীর পাশে থাকার আবেদন জানিয়েছেন৷
advertisement
advertisement
গত চার মাসেরও বেশি সময় ধরে ভারত-চিন সীমান্তে সংঘাতের পরিবেশ তৈরি হয়ে আছে৷ দু' তরফে সামরিক এবং কূটনৈতিক স্তরে একাধিক বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি৷ কংগ্রেসের তরফে তো অনেক দিন ধরেই অভিযোগ করা হচ্ছে, লাদাখে ভারতীয় ভূখণ্ড দখল করে বসে আছে চিনা সেনা৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী বিবৃতি দিলে তাতে লাদাখ পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান কী হয়, সেটাই এখন দেখার৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
আজই লাদাখ নিয়ে সংসদে বিবৃতি দিতে পারেন রাজনাথ, বিরোধী চাপ এড়াতে তৎপর সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement