মোদির লাদাখ সফরে অসন্তুষ্ট চিন, প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিল বেজিং

Last Updated:

এ দিন লাদাখে গিয়ে চিনের নাম না করলেও কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

প্রসঙ্গত এ দিনই আচমকা লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিমুতে ফরওয়ার্ড পোস্টে গিয়ে কম্যান্ডারদের সঙ্গে কথা বলে সীমান্তের প্রকৃত পরিস্থিতি বুঝে নেন তিনি৷ হাসপাতালে গিয়ে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি৷ পাশাপাশি লেহতে সেনা জওয়ানদের উদ্দেশে ভাষণ দেন তিনি৷
এ দিন লাদাখে গিয়ে চিনের নাম না করলেও কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয় ভূখণ্ডে চিনের দখলদারির চেষ্টার জবাব দিয়ে প্রধানমন্ত্রী নাম না করেই বলেন, 'বিস্তারবাদের যুগ শেষ, এখন বিকাশবাদের যুগ৷ বিস্তারবাদীরা বিশ্ব শান্তির প্রতি বিপজ্জনক৷ গোটা বিশ্ব বিস্তারবাদের বিরুদ্ধে একজোট হয়েছে৷ ইতিহাস সাক্ষী, বিস্তারবাদীদের দিন শেষ হয়ে গিয়েছে৷'
advertisement
advertisement
গত ১৫ জুন লাদাখের গালওয়ানে ভারত এবং চিনা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে৷ কূটনৈতিক এবং সামরিক স্তরে একাধিক আলোচনাও হয়েছে৷ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সর্বশেষ আলোচনায় উত্তেজনা প্রশমনে দু' পক্ষই পিছু হঠার বিষয়ে সহমত হলেও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গা নিয়ে এখনও জটিলতা রয়েছে৷ এই পরিস্থিতিতে লাদাখে ভারতীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি প্রত্যাশিত ভাবেই চিন ভালভাবে নিচ্ছে না৷ বেজিং-এর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
মোদির লাদাখ সফরে অসন্তুষ্ট চিন, প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিল বেজিং
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement