সাদা পোশাকে ভারতে ঢুকে পড়ল চিনা সেনার দল! বাধা পেয়ে পিঠ টান

Last Updated:
#লেহ: সাদা পোশাকেই ভারতীয় ভূখণ্ডের বেশ কিছুটা ভিতরে ঢুকে পড়ল একদল চিনা সৈন্য৷ কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দা এবং আইটিবিপি-র জওয়ানদের বাধায় ফিরে যেতে বাধ্য হল তারা৷ 'দ্য টাইমস অফ ইন্ডিয়া'-তে প্রকাশিত একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে৷ কয়েকদিন আগে লেহর থেকে ১৩৫ কিলোমিটার পূ্র্বে নায়োমা এলাকায় এই ঘটনা ঘটেছে৷ রবিবারই এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে৷
জানা গিয়েছে, চাংথাং-এর ভারত-চিন সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে গাড়ি নিয়ে ঢুকে পড়ে ওই চিনা সেনারা৷ তবে ভারতীয় নিরাপত্তাবাহিনী এবং স্থানীয়দের চোখে ধুলো দিতে তাদের পরনে ছিল সাধারণ পোশাক৷ ওই এলাকায় স্থানীয় যাযাবররা নিজেদের গবাদি পশুদের ঘাস খাওয়ার জন্য নিয়ে আসে৷ অভিযোগ, তাঁদেরকে বাধা দেয় চিনা সেনারা৷
কিন্তু উল্টে চিনা সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় বাসিন্দারা৷ এলাকায় মোতায়েন করা আইটিবিপি-র জওয়ানদেরও খবর দেন তাঁরা৷ আইটিবিপি-র জওয়ানরা এলাকায় চলে এসে চিনা সেনাদের বাধা দেওয়ার পরই ফিরে যেতে বাধ্য হয় ওই চিনা সেনারা৷ যদিও এই ঘটনা নিয়ে আইটিবিপি-র তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷
advertisement
advertisement
লেহর চাংথাং এলাকায় মূলত তিব্বতি শরণার্থীরা আশ্রয় নেয়৷ এ ছাড়াও সেখানে চাংপা যাযাবররা থাকে৷ লাদাখ ভারত এবং চিনের মধ্যে সংঘাত মেটার আগেই এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
সাদা পোশাকে ভারতে ঢুকে পড়ল চিনা সেনার দল! বাধা পেয়ে পিঠ টান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement