চিনের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে ভারতীয় সেনা, পাল্টা অভিযোগ চিনা দূতাবাসের

Last Updated:

ভারতই শান্তি ভঙ্গের চেষ্টা করছে বলে গুরুতর অভিযোগ তোলা হয়েছে চিনা দূতাবাসের বিবৃতিতে৷

#নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল৷ লাদাখের প্যাংগং তাসো লেকের কাছে ভারত এবং চিনা সেনাদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর ঘটনায় এমনই দাবি করল নয়াদিল্লির চিনা দূতাবাস৷ একই সঙ্গে দাবি করা হয়েছে, সীমান্তে মোতায়েন করা নিজেদের বাহিনীকে যাতে সংযত করা হয়, সেই জন্য ভারতের কাছে অনুরোধও করেছে চিন৷
ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছিল, শনিবার রাতে প্যাংগং তাসো লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা৷ তাদের বাধা দেয় ভারতীয় সেনাবাহিনী৷ দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং সামরিক স্তরেও হওয়া সিদ্ধান্তের শর্তও চিন ভঙ্গ করেছে বলে অভিযোগ করে ভারত৷ সূত্রের খবর অনুযায়ী,
ভারতীয় সেনা জওয়ানরা বাধা দেওয়ায় দুই দেশের সেনাদের মধ্যে ধস্তাধস্তিও বেঁধে যায়৷
advertisement
advertisement
চিনা দূতাবাসের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, ৩১ অগাস্ট প্যাংগং তাসো লেকের দক্ষিণ প্রান্তে এবং চিন-ভারত সীমান্তের পশ্চিম অংশে রেকিন পাসের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনা ভূখণ্ডে প্রবেশ করে উত্তেজনায় প্ররোচনা দেয়৷ দুই দেশ ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তে পৌঁছেছিল, ভারতই তা ভঙ্গ করেছে বলে পাল্টা দাবি করেছে চিন৷ ভারতই শান্তি ভঙ্গের চেষ্টা করছে বলে গুরুতর অভিযোগ তোলা হয়েছে চিনা দূতাবাসের বিবৃতিতে৷ ভারতের এই আগ্রাসী মনোভাব দুই দেশের উদ্যোগে শুরু হওয়া শান্তি ফেরানোর প্রক্রিয়ার পরিপন্থী বলেও দাবি করেছে চিন৷
advertisement
সীমান্ত উত্তেজনা বাড়াতে পারে এবং জটিলতা বৃদ্ধি করতে পারে, এমন কোনও পদক্ষেপ থেকে ভারতকে বিরত থাকার জন্যও ওই বিবৃতিতে দাবি করেছে চিনা দূতাবাস৷ পাশাপাশি ভারতীয় বাহিনীকে সংযত হওয়ারও পরামর্শ দিয়েছে তারা৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিনের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে ভারতীয় সেনা, পাল্টা অভিযোগ চিনা দূতাবাসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement