অরুণাচলের গা ঘেঁষে রেল লাইন পাতছে চিন, তিব্বতে যাওয়ার নয়া রেল প্রকল্প
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সিচুয়ান থেকে আসা এই রেল লাইন তিব্বতের দ্বিতীয় রেল প্রকল্প হতে চলেছে৷ এর আগে কিংঘাই-তিব্বত রেল প্রকল্প তৈরি করেছিল চিন৷
শনিবারই এই রেল প্রকল্পের দু'টি সুড়ঙ্গ এবং একটি সেতু নির্মাণ ছাড়াও বিদ্যুৎ সরবরাহের কাজের জন্য ডাকা টেন্ডারের ফলাফল ঘোষণা করেছে চিনা রেল সংস্থা৷ যার থেকেই স্পষ্ট, খুব শিগগিরই কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই রেল প্রকল্পের কাজ শুরু করতে চলেছে তারা৷
সিচুয়ান থেকে আসা এই রেল লাইন তিব্বতের দ্বিতীয় রেল প্রকল্প হতে চলেছে৷ এর আগে কিংঘাই-তিব্বত রেল প্রকল্প তৈরি করেছিল চিন৷ নতুন এই রেল প্রকল্প কিংঘাই-তিব্বত মালভূমির মধ্যে দিয়ে যাবে৷ যা ভূতাত্ত্বিক ভাবে পৃথিবীর সবথেকে সক্রিয় এলাকাগুলির মধ্যে অন্যতম৷
advertisement
advertisement
নতুন এই রেল প্রকল্প শুরু হবে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু থেকে৷ এই রেল পথ তৈরি হয়ে গেলে চেংডু থেকে তিব্বতের লাসায় পৌঁছতে ৪৮ ঘণ্টার বদলে মাত্র ১৩ ঘণ্টা সময় লাগবে৷ ঘণ্টায় ১২০ থেকে ২০০ কিলোমিটার গতিতে এই রেললাইনে ট্রেন চলাচল করবে৷
Location :
First Published :
November 02, 2020 8:00 AM IST