চিনে বন্ধ সব ভারতীয় মিডিয়ার ওয়েবাসইট, ৫৯ অ্যাপ নিষিদ্ধ ঘোষণার পাল্টা দিল বেজিং

Last Updated:

চিন সরকার এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও সেদেশের সংবাদমাধ্যমগুলির মতে, আমেরিকাকে নকল করে ভারত সরকার এমন পদক্ষেপ করেছে৷

#বেজিং:  ভারত চিনের ৫৯টি অ্যাপ ব্যান করার পাল্টা পদক্ষেপ করল বেজিংও৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই সমস্ত ভারতীয় নিউজ চ্যানেল এবং মিডিয়া ওয়েবসাইটগুলি নিষিদ্ধ ঘোষণা করেছে চিন৷ তবে VPN-এর মাধ্যমেও ভারতীয় চ্যানেলগুলির লাইভ টিভি দেখা সম্ভব হত৷ কিন্তু গত দু' দিন ধরে VPN-ও ব্লক করে রেখেছে চিন৷ সরকারি নির্দেশেই যে এই পদক্ষেপ করা হয়েছে তা স্পষ্ট৷
বেজিংয়ের ভারতীয় দূতাবাসের একটি সূত্র অনুযায়ী, বর্তমানে শুধুমাত্র IP TV- এর মাধ্যমে ভারতীয় টিভি চ্যানেলগুলি দেখা যাচ্ছে৷ নিষিদ্ধ কোনও ওয়েবসাইট ভিপিএন-এর মাধ্যমে দেখা যায়৷ কিন্তু জানা গিয়েছে, চিন ভিপিএন যাতে কাজ না করে তার জন্য অ্যাডভান্সড ফায়ারবল তৈরি করেছে চিন৷ এর ফলে শুধুমাত্র ভারতীয় ওয়েবসাইটই নয়, BBC এবং CNN-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরও ঝাড়াই বাছাই করে সম্প্রচারিত করছে চিন৷ যেমন হংকং-এ চিন বিরোধী বিক্ষোভ সংক্রান্ত কোনও খবর এই সংবাদমাধ্যমগুলিতে দেখানো হলেই ততক্ষণাৎ তা ব্ল্যাক আউট হয়ে যায়৷ চিন বিরোধী খবর দেখানো বন্ধ হওয়ার পরই ফের সংবাদমাধ্যমগুলি দেখা যায়৷
advertisement
লাদাখ সীমান্তে ভারতীয় এবং চিনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল৷ এরই মধ্যে সোমবার কেন্দ্রীয় সরকার ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং দেশের নিরাপত্তার যুক্তি দিয়ে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে৷ ভারত সরকার যুক্তি দেয়, এই চিনা অ্যাপগুলির সার্ভার ভারতের বাইরে রয়েছে৷ যার মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চুরি করা হচ্ছে৷
advertisement
advertisement
চিন সরকার এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও সে দেশের সংবাদমাধ্যমগুলির মতে, আমেরিকাকে নকল করে ভারত সরকার এমন পদক্ষেপ করেছে৷
অন্যদিকে চিনের সরকারি সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর দাবি অনুযায়ী, ভারত সরকারের এই পদক্ষেপ আদতে ভারতীয় অর্থনীতিরই ক্ষতি করবে৷ কারণ ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আর কোনও স্টার্টআপ সংস্থায় চিনা বিনিয়োগ আসবে না৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিনে বন্ধ সব ভারতীয় মিডিয়ার ওয়েবাসইট, ৫৯ অ্যাপ নিষিদ্ধ ঘোষণার পাল্টা দিল বেজিং
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement