২২ হাজার কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে আসছে ড্রোন, ‘শত্রু’ চিনের ওপর নজর রাখতে অস্ত্র শানাচ্ছে ভারত

Last Updated:

অত্যাধুনিক এই ড্রোন মারাত্মক শক্তিশালী,জেনে নিন এর বৈশিষ্ট্য৷

#নয়াদিল্লি : পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) -র লাদাখ অঞ্চলে চিনের সঙ্গে ভারতের উত্তেজনা জারি রয়েছে৷ এরই মধ্যে চিনের থেকে একধাপ এগোতে ভারত অ্যাকশন মোডে৷ চিনের কর্মপদ্ধতির ওপর নজর রাখতে ভারত এবার আমেরিকার থেকে ৩০ টি MQ-9B गार्डियन ड्रोन (MQ-9B Sky Guardian drone) কিনছে৷ এরফলে এলএসি বরাবর চিনের ছোট থেকে বড় সব পদক্ষেপের ওপরেই নজর রাখতে পারবে ভারত৷ দ্রুতই রাজনাথ সিংয়ের নেতৃত্বেধীন রক্ষা পরিষদের কাছের এর বিস্তারিত বিবরণ পেশ করা হবে৷ এর ছাড়া ভারত নিজেদের হাতে থাকা ইজরায়েল হেরন-র স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইসকেও মজবুত করছে৷
আসলে চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারত নিজের প্রতিরক্ষা বিভাগে প্রচুর নতুন সমরাস্ত্র কিনছে পাশাপাশি সুরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তির ডিভাইসও কিনছে৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা -র মতে ২২,০০০ কোটি টাকার ডিল হতে চলেছে ৯ রিপার ড্রোনের৷ প্রাথমিকভাবে ৬ টি ড্রোন প্রথমে আসবে৷ পরে আসবে বাকি ২৪টি ড্রোন৷ যা আগামী ৩ বছর ধরে ডেলিভারি হবে৷
advertisement
এই ড্রোনের বৈশিষ্ট্য
advertisement
>> ড্রোন বানানো কোম্পানিজেনারেল অ্যাটোমিক্সে- র দাবি এই ড্রোন একবারে ২৭ ঘণ্টা অবধি উড়তে পারে৷
>>MQ-9 রিপার ড্রোন সবচেয়ে বেষি ৪৪৪.৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় উড়তে পারে৷ এটা ৫০ হাজার ফিট উঅচু অবধি উড়তে পারে৷
>>MQ-9 একসঙ্গে ১২টি মুভিং টার্গেটকে ট্র্যাক করতে পারে৷এটা  একটা মিসাইল ছাড়ার ০.৩২ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় মিসাইল ছাড়তে পারে৷
advertisement
>>এই ড্রোন মোট ১,৭৪৬ কিলো ওজন বহন করতে পারে৷
>>এই ড্রোনে ফল্ট টলারেট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম আর ট্রিপল রিডন্টেন্ট অ্যাবিয়োনিক্স সিস্টেমে কাজ করে৷
>>এটা মডিউলার ড্রোন৷ এতে সহজেই পেলোডস কনফিগার করা যায়৷ এটা রিয়েল টাইমে পৃথিবীর যে কোনও প্রান্তে ডেটা পাঠাতে পারে৷
>>ইলেক্ট্রো অপ্টিক্যাল ইনফ্রারেড (EO/IR), সার্ভিউল্যান্স র‍্যাডার, মাল্টিমোড মৈরিটাম সার্ভিলান্স র‍্যাডার, ইলেকট্রনিক্স সাপোর্ট মেজর্স মতো বিষয়ে সক্ষম৷ এটা লেজর বোম পরিবহন করতে সক্ষম৷
advertisement
ইজরায়েলের হেরন ড্রোব ও স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে আপগ্রেড করার কাজও চলছে৷ আপতকালীন পরিস্থিতির জন্য বরাদ্দ থেকে এই এত কিছু যুদ্ধাস্ত্র কেনা হচ্ছে৷ ভারতীয় সেনারা এই সমস্ত জিনিস লাদাখ সেক্টরে ব্যবহার করবে৷ হেরন ড্রোন লাগাতার ২ দিনের বেশি উড়তে সক্ষম৷ এই ড্রোন ১০ হাজার মিটার উঁচুতে উড়তে সক্ষম৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
২২ হাজার কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে আসছে ড্রোন, ‘শত্রু’ চিনের ওপর নজর রাখতে অস্ত্র শানাচ্ছে ভারত
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement