চিন-ভারত সংঘর্ষে আহত ৭৬ জওয়ান এখন সুস্থ, দ্রুত যোগ দেবেন বাহিনীতে, জানাচ্ছে সেনা

Last Updated:

চিনের হামলায় ২০ জন সেনা নিহত হয়েছে৷ তবে কোনও সেনা নিখোঁজ নয় বলে জানিয়েছে ভারতীয় সেনা বাহিনী৷

#নয়াদিল্লি: লেহতে চিকিৎসারত ১৮জন জওয়ানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সেনা৷ এমনকী ৫৮জন আহত জওয়ান যারা অন্য হাতপাতাসে ভর্তি ছিলেন তাঁরা ১ সপ্তাহের মধ্যে কাজে ফিরতে প্রস্তুত৷ অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যে তাঁরা সকলেই পুরো ফিট হতে পারবেন৷
লেহর হাসপাতালে ভর্তি সকলে ১৫দিনের মধ্যে কাজে যোগ দিতে পারবেন৷ অন্যদিকে ৫৮জন যাঁরা অন্য হাসপাতালে তাঁরা ১ সপ্তাহের মধ্যেই ফিরতে পারবেন কাজে৷ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন সেনা আধিকারিকরা৷
এর পাশাপাশি সংঘর্ষে বেশ কয়েকজন ভারতীয় সেনা চিনের হাতের বন্দি হয়েছেন বলে দাবি করেছিল চিন৷ কিন্তু চিনের সে দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা৷ তাদের বক্তব্য যে কোনও ভারতীয় সেনা নিখোঁজ নন৷
advertisement
advertisement
সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় অনুপ্রবেশকারী চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন সেনা শহিদ হন৷ ভারতীয়দের ওপর এই হামলা কোনও ভাবেই ভোলা হবে না বলে মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী৷ ইতিমধ্যেই এই পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী৷
advertisement
সোমবার রাতে এই ঘটনার পর বুধবারও ভারত-চিন উচ্চপর্যায়ের বৈঠক হয়৷ তবে সামরিক বাহিনীর সেই বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি৷ অন্যদিকে চিনের বক্তব্য যে, তাদের মাটিতে ঢুকে পড়ে ভারতীয় সেনা৷ তাই এই হামলায় তাদের কোনও দায় নেই বলেই বারবার মন্তব্য করছে চিন৷
তবে গালওয়ান উপত্যকায় অনেক দিন ধরেই ভারতের ওপর হামলা চালানোর ছক কষছিল চিন৷ পাহাড় কেটে, নদীতে বাঁধ বানিয়ে সেই চেষ্টা সফল করার দিকে এগোচ্ছিল তারা৷ এমনই ধরা পড়ল উপগ্রহ  ছবিতে৷
advertisement
ভারত-চিন সংঘর্ষ ও ২০জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর প্রকাশিত হয়েছে কিছু উপগ্রহ চিত্র৷ তাতে ধরা পড়েছে চিনের এই ধরণের আচরণের কথা৷ সংবাদসংস্থা রয়টার্স সামনে এনেছে এই ছবি যাতে স্পষ্ট দেখা গিয়েছে উপত্যকায় বিকল্প রাস্তা চওড়া করা হয়েছে৷ এমনকি নদীর ওপর দিয়ে যাতায়াতের বন্দোবস্ত করা পার্বত্য এলাকায় নানা যন্ত্রপাতি নজরে এসেছে বিশেষজ্ঞদের৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিন-ভারত সংঘর্ষে আহত ৭৬ জওয়ান এখন সুস্থ, দ্রুত যোগ দেবেন বাহিনীতে, জানাচ্ছে সেনা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement