প্ল্যান ছিলই, তাই সংঘর্ষের আগে সীমান্তে তৎপরতা বাড়িয়েছিল চিন, স্যাটালাইট ছবিতে স্পষ্ট

Last Updated:

সীমান্তে সমস্যার কথা উঠে আসছিল অনেকদিন ধরেই৷ দুতরফের সেনার উচ্চপর্যায়ের বৈঠকও হয়৷ সেখানে ঠিক হয় যে সীমান্ত থেকে সেনা পিছিয়ে নেবে ভারত ও চিন৷ প্রক্রিয়া শুরু হতে না হতেই ভারতীয় বাহিনীর ওপর আক্রামণ চালায় চিন৷

#নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় অনেক দিন ধরেই ভারতের ওপর হামলা চালানোর ছক কষছিল চিন৷ পাহাড় কেটে, নদীতে বাঁধ বানিয়ে সেই চেষ্টা সফল করার দিকে এগোচ্ছিল তারা৷ এমনই ধরা পড়ল উপগ্রহ  ছবিতে৷
ভারত-চিন সংঘর্ষ ও ২০জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর প্রকাশিত হয়েছে কিছু উপগ্রহ চিত্র৷ তাতে ধরা পড়েছে চিনের এই ধরণের আচরণের কথা৷ সংবাদসংস্থা রয়টার্স সামনে এনেছে এই ছবি যাতে স্পষ্ট দেখা গিয়েছে উপত্যকায় বিকল্প রাস্তা চওড়া করা হয়েছে৷ এমনকি নদীর ওপর দিয়ে যাতায়াতের বন্দোবস্ত করা পার্বত্য এলাকায় নানা যন্ত্রপাতি নজরে এসেছে বিশেষজ্ঞদের৷
advertisement
'দেখে মনে হচ্ছে যে, চিন নিজেদের সেনাদের সুবিধার্থে রাস্তা তৈরি করছে, এমনকি নদী বাঁধও বানাচ্ছে'৷ বলছেন জেফরি লুইস, ইস্ট এশিয়া ননপ্রোলিফারেশন প্রোগরাম অ্যাট ক্যালিফোর্নিয়া মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনল স্টাডিজের ডিরেক্টর৷ 'প্রকৃত সীমারেখায় প্রচুর যান চলাচলা দেখা যাচ্ছে এবং অধিকাংশ চিনের মাটিতে৷ ভারতের যদি ৩০ থেকে ৪০টি গাড়ি থাকে তো চিনের প্রায় ১০০টি গাড়ি নজরে আসছে'৷ ছবি দেখে জানাচ্ছেন লুইস৷
advertisement
advertisement
সীমান্তে সমস্যার কথা উঠে আসছিল অনেকদিন ধরেই৷ দুতরফের সেনার উচ্চপর্যায়ের বৈঠকও হয়৷ সেখানে ঠিক হয় যে সীমান্ত থেকে সেনা পিছিয়ে নেবে ভারত ও চিন৷ প্রক্রিয়া শুরু হতে না হতেই ভারতীয় বাহিনীর ওপর আক্রামণ চালায় চিন৷ তবে চিনের হামলা যে পরিকল্পিত, অনেক দিন ধরে তারা আক্রমণের ছক কষছিল, তা এই ছবিগুলিই বুঝিয়ে দিচ্ছে৷ প্রকৃত সীমারেখায়(LAC) নিজেদের ক্ষমতা বাড়াতে তাই এই রকম বন্দোবস্ত করছিল চিনা সেনা৷ এমনই মত বিশেষজ্ঞদের৷
advertisement
জানা গিয়েছে দুতরফের সেনা পিছিয়ে আনার সিদ্ধান্তের নজরদারি চালায় ভারতীয় সেনারা৷ চিনা সেনা পিছিয়েছে কিনা সেটা জানাই ছিল তাদের উদ্দেশ্য৷ চিনা সেনা সরলেও, দুটি তাঁবু এবং পর্যবেক্ষণের জন্য ছোট পোস্ট তারা রেখে গিয়েছিল৷ ভারতীয়রা যা গুড়িয়ে দেয়৷ এমনই সূত্রের খবর৷ উপগ্রহ চিত্রে সম্ভাবত সেই ধ্বংসাবশেষও দেখা গিয়েছে৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
প্ল্যান ছিলই, তাই সংঘর্ষের আগে সীমান্তে তৎপরতা বাড়িয়েছিল চিন, স্যাটালাইট ছবিতে স্পষ্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement