হোম /খবর /ভারত-চিন /
প্ল্যান ছিলই, সংঘর্ষের আগে সীমান্তে তৎপরতা বাড়িয়েছিল চিন, উপগ্রহ চিত্রে স্পষ্ট

প্ল্যান ছিলই, তাই সংঘর্ষের আগে সীমান্তে তৎপরতা বাড়িয়েছিল চিন, স্যাটালাইট ছবিতে স্পষ্ট

সীমান্তে সমস্যার কথা উঠে আসছিল অনেকদিন ধরেই৷ দুতরফের সেনার উচ্চপর্যায়ের বৈঠকও হয়৷ সেখানে ঠিক হয় যে সীমান্ত থেকে সেনা পিছিয়ে নেবে ভারত ও চিন৷ প্রক্রিয়া শুরু হতে না হতেই ভারতীয় বাহিনীর ওপর আক্রামণ চালায় চিন৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় অনেক দিন ধরেই ভারতের ওপর হামলা চালানোর ছক কষছিল চিন৷ পাহাড় কেটে, নদীতে বাঁধ বানিয়ে সেই চেষ্টা সফল করার দিকে এগোচ্ছিল তারা৷ এমনই ধরা পড়ল উপগ্রহ  ছবিতে৷

ভারত-চিন সংঘর্ষ ও ২০জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর প্রকাশিত হয়েছে কিছু উপগ্রহ চিত্র৷ তাতে ধরা পড়েছে চিনের এই ধরণের আচরণের কথা৷ সংবাদসংস্থা রয়টার্স সামনে এনেছে এই ছবি যাতে স্পষ্ট দেখা গিয়েছে উপত্যকায় বিকল্প রাস্তা চওড়া করা হয়েছে৷ এমনকি নদীর ওপর দিয়ে যাতায়াতের বন্দোবস্ত করা পার্বত্য এলাকায় নানা যন্ত্রপাতি নজরে এসেছে বিশেষজ্ঞদের৷

'দেখে মনে হচ্ছে যে, চিন নিজেদের সেনাদের সুবিধার্থে রাস্তা তৈরি করছে, এমনকি নদী বাঁধও বানাচ্ছে'৷ বলছেন জেফরি লুইস, ইস্ট এশিয়া ননপ্রোলিফারেশন প্রোগরাম অ্যাট ক্যালিফোর্নিয়া মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনল স্টাডিজের ডিরেক্টর৷ 'প্রকৃত সীমারেখায় প্রচুর যান চলাচলা দেখা যাচ্ছে এবং অধিকাংশ চিনের মাটিতে৷ ভারতের যদি ৩০ থেকে ৪০টি গাড়ি থাকে তো চিনের প্রায় ১০০টি গাড়ি নজরে আসছে'৷ ছবি দেখে জানাচ্ছেন লুইস৷

সীমান্তে সমস্যার কথা উঠে আসছিল অনেকদিন ধরেই৷ দুতরফের সেনার উচ্চপর্যায়ের বৈঠকও হয়৷ সেখানে ঠিক হয় যে সীমান্ত থেকে সেনা পিছিয়ে নেবে ভারত ও চিন৷ প্রক্রিয়া শুরু হতে না হতেই ভারতীয় বাহিনীর ওপর আক্রামণ চালায় চিন৷ তবে চিনের হামলা যে পরিকল্পিত, অনেক দিন ধরে তারা আক্রমণের ছক কষছিল, তা এই ছবিগুলিই বুঝিয়ে দিচ্ছে৷ প্রকৃত সীমারেখায়(LAC) নিজেদের ক্ষমতা বাড়াতে তাই এই রকম বন্দোবস্ত করছিল চিনা সেনা৷ এমনই মত বিশেষজ্ঞদের৷

জানা গিয়েছে দুতরফের সেনা পিছিয়ে আনার সিদ্ধান্তের নজরদারি চালায় ভারতীয় সেনারা৷ চিনা সেনা পিছিয়েছে কিনা সেটা জানাই ছিল তাদের উদ্দেশ্য৷ চিনা সেনা সরলেও, দুটি তাঁবু এবং পর্যবেক্ষণের জন্য ছোট পোস্ট তারা রেখে গিয়েছিল৷ ভারতীয়রা যা গুড়িয়ে দেয়৷ এমনই সূত্রের খবর৷ উপগ্রহ চিত্রে সম্ভাবত সেই ধ্বংসাবশেষও দেখা গিয়েছে৷

Published by:Pooja Basu
First published:

Tags: India China, India China FaceOff, India-China Tension