corona virus btn
corona virus btn
Loading

কেন তড়িঘড়ি গালওয়ান সংঘর্ষ নিয়ে ছবি বানানোর ঘোষণা অজয় দেবগনের ?

কেন তড়িঘড়ি গালওয়ান সংঘর্ষ নিয়ে ছবি বানানোর ঘোষণা অজয় দেবগনের ?
File Photo

বলিউডি দেশাত্মবোধক ছবির কথা বললেই ভেসে ওঠে বিশেষ কয়েকটি মুখ। সেই তালিকায় প্রথম দিকেই রয়েছেন অজয় দেবগন

  • Share this:

#মুম্বই: ভারত-চিন সংঘর্ষ এবার সেলুলয়েডের পর্দায়। অজয় দেবগন ফিল্মস-এর ব্যানারে তৈরি হবে গালওয়ান সংঘর্ষ নিয়ে ছবি।

বলিউডি দেশাত্মবোধক ছবির কথা বললেই ভেসে ওঠে বিশেষ কয়েকটি মুখ। সেই তালিকায় প্রথম দিকেই রয়েছেন অজয় দেবগন। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষ নিয়ে ছবি বানাচ্ছেন অভিনেতা। সীমান্তের টেনশন নিয়ে ছবি বানানোর জন্য সবসময়ই মুখিয়ে থাকে বলিউড। যেমন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে হয়েছে ‘উরি’। লাদাখে ভারত-চিন সংঘর্ষ নিয়েও যে ছবি হবে, তা মোটামোটি আঁচ করাই গিয়েছিল। তবে এত তাড়াতাড়ি হবে তা একটু আশ্চর্যের।

ছবি বানানো আর্ট বটে, তবে কমার্সের ব্যাপারটা ভুললে চলবে না। ২০ জন ভারতীয় জওয়ানের আত্মত্যাগের গল্প মানুষ দেখবেন আবেগের সঙ্গে। অন্য কেউ এই আবেগকে পর্দায় ফুটিয়ে তোলার আগেই, নিজের নাম খোদাই করলেন অজয়। LOC কার্গিল, ভগত সিং, তানাজি-র মতো ছবিতে অভিনেতা যথেষ্ট বিশ্বাসযোগ্য। তবে গালওয়ান ভ্যালি সংঘর্ষ নিয়ে ছবি করার সিদ্ধান্ত অভিনেতা অজয়ের চেয়েও বেশি প্রযোজক অজয়ের। এই ছবির ব্যাপারে তাঁকে টাফ কম্পিটিশন দিতে পারতেন অক্ষয় কুমার। তিনিও দেশাত্ববোধক ছবি করতে ভালবাসেন। ‘এয়ারলিফট’, ‘রুস্তম’, ‘বেবি’-তে এই ফর্মুলা মেনে অক্ষয় সফল। সেই ভয়েই তড়িঘড়ি নিজের নাম লিখিয়ে নিলেন কিনা অজয়, তা বলা মুশকিল।

ছবির সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। কবে ছবির শ্যুটিং শুরু হবে, কিংবা ছবির নামই বা কী, তা নিয়ে ধোঁয়াশা রাখতে চান প্রযোজক-অভিনেতা।

Arunima Dey

Published by: Siddhartha Sarkar
First published: July 4, 2020, 8:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर