Howrah Cottage Industry: পুরুষরা হার মানলেও হাল ছাড়েননি মহিলারা, বিলুপ্তপ্রায়কে বাঁচিয়ে রাখার প্রয়াস জারি
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Howrah Cottage Industry: ভালো বাজার পেয়ে নদীয়া থেকে হাওড়ায় এসে বসবাস শুরু কয়েক দশক আগে, তবে বর্তমানে চাহিদা কমেছে জিনিসের, পুরুষরা হার মেনেছে, হাল ছাড়েনি মহিলারা।চাহিদা বেড়েছে সৌখিন কাজের।
হাওড়া: ভাল বাজার পেয়ে নদিয়া থেকে হাওড়ায় এসে বসবাস শুরু কয়েক দশক আগে ৷ তবে বর্তমানে চাহিদা কমেছে জিনিসের, পুরুষরা হার মেনেছেন, হাল ছাড়েননি মহিলারা । চাহিদা বেড়েছে বাঁশের তৈরি সৌখিন কাজের, এক সময়ে গৃহস্থালির বিভিন্ন সরঞ্জামের দারুণ চাহিদা থাকলেও এখন একেবারেই তলানিতে । বিশেষ করে বাঙালির রান্নাপুজো, পৌষপার্বণের সময় দারুণ চাহিদা থাকত বাঁশের তৈরি চাঙারি, চুবড়ি, ঝোরা,চালানি, ঝুড়ি-সহ নানা জিনিসের ।
প্রায় প্রতি পরিবারেই এই সমস্ত জিনিসের কমবেশি চাহিদা ছিল । সেই চাহিদা মেটাতে ভাল বাজার তৈরি হয় ৷ তারা হাওড়া, ডোমজুড়, মাকড়দহে মধ্যবর্তী হাওড়া-আমতা রোড এর পার্শ্ববর্তীতে স্থায়ী বসবাস শুরু করে । সহজেই সেখানে জিনিসপত্র তৈরি করে পার্শ্ববর্তী জনবহুল গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে দিত । সেইসঙ্গে রাস্তার ধারে বিশাল তৈরি জিনিসের পসরা সাজিয়ে রাখত! পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ হলে সেখানেও খরিদ্দার পাওয়া যেত । তবে বর্তমানে গৃহস্থলিতে বাঁশের তৈরি জিনিসের বদলে প্লাস্টিকের জিনিস অনেকটা জায়গা করে নেয়। তাতেই ধীরে ধীরে ব্যবসায় মন্দা দেখা দেয় ।
advertisement
advertisement
আরও পড়ুন : হেঁচকি বন্ধ করা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ-আমপাতার এই গুণগুলো জানতেন?
বর্তমান চাহিদামতো শিল্পীরাও এখন ঝোড়া, চুবড়ির পাশাপাশি বাঁশ দিয়ে বিভিন্ন শৌখিন জিনিসপত্র তৈরি করছে । ফুলদানি, র্যাকের মতো নানা রকম ঘর সাজানোর জিনিস তো আছেই । বর্তমানে প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবার বসবাস করছে ডোমজুড় মাকরদহ মধ্যবর্তী হাওড়া-আমতা রোডের পার্শ্ববর্তীতে। তাঁদের কথায়, তৈরি জিনিসের দাম বেড়েছে তবে বিক্রি করার জায়গা না থাকায় সমস্যায় শিল্পীরা । ধীরে ধীরে পরিবারের পুরুষ কারিগররা অন্যান্য কাজে যুক্ত হচ্ছেন, মহিলারাই এখন লড়াই চালিয়ে যাচ্ছেন । সরকারি সহযোগিতার আশায় মুখ চেয়ে রয়েছেন তাঁরা। সহযোগিতা পেলে আগামী দিনে শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করছেন৷ সাহায্য না পেলে হয়তো ধীরে ধীরে শেষ হয়ে যাবে এই শিল্প।
advertisement
(প্রতিবেদন- রাকেশ মাইতি)
Location :
First Published :
June 18, 2022 10:33 PM IST