Howrah News: অনবরত বৃক্ষ নিধনে বাংলা থেকে হারিয়ে যাচ্ছে শীতল ছায়া

Last Updated:

কড়া আইন এনে ও সচেতনতার বার্তা প্রচার করেও বন্ধ হয়নি বৃক্ষ নিধন। সরকারি-বেসরকারি উদ্যোগে নির্বিচারে চলছে গাছ কাটা। আর তাতেই একটু একটু করে শীতল ছায়া হারাচ্ছে বাংলা

+
title=

হাওড়া: গাছের সুশীতল ছায়া হারিয়ে হতাশায় মানুষ! তীব্র এই গরম বাড়ি থেকে বাইরে বেরোলে চারিদিক থেকে মাথার উপর এসে পড়ে কাঠফাটা রোদ। ঝাঁ ঝাঁ রোদ ও তীব্র গরম থেকে বাঁচতে একটু রাস্তার ধারের গাছের ছায়ায় জিরিয়ে নেবেন সেই উপায় নেই। কারণ গাছই নেই। নগরায়ণ ও উন্নয়নের নামে নির্বিচারে কাটা পড়ছে গাছ। সাধারণ মানুষও আগে পিছু না ভেবে কেটে ফেলছে পুরানো সব বড় বড় গাছ। তারই পরিণতি আজকের এই ছায়াহীন বঙ্গভূমি।
চলতি বছর দক্ষিণবঙ্গে উষ্ণতার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে উষ্ণতা আরও বাড়বে। এই কথা জেনে এখন থেকেই চিন্তায় ঘুম উড়েছে সচেতন মানুষের। কিন্তু বেশিরভাগজনই পরিবেশের পরিবর্তন সংক্রান্ত বিপদ নিয়ে ওয়াকিবহাল না হওয়ায় বৃক্ষ নিধন থামানো যাচ্ছে না।
advertisement
advertisement
অথচ বিশেষজ্ঞরা বারবার বলে আসছেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ একান্ত প্রয়োজনীয়। যাই কাজ করুন না কেন গাছকে বাঁচিয়ে করতে হবে। কিন্তু সেই কথা অনেকেরই কানে গিয়ে প্রবেশ করলেও মস্তিষ্কে পৌঁছাচ্ছে না। ফলে পরিবেশের উষ্ণতা যেমন বাড়ছে তেমনই নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য। এই প্রসঙ্গে হাওড়ার পরিবেশকর্মী সৌরভ দত্ত বলেন, পরিবেশ সম্পর্কে অনবরত মানুষকে সচেতন করতে সরকারি-বেসরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই দিক থেকে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা সদা নিয়োজিত। সাধারণ মানুষকে গাছের এবং বন্য প্রাণীর গুরুত্ব বোঝাতে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাতে সচেতনতার মাত্রা বাড়লেও অনেক সময়ই কাজের কাজ যে হচ্ছে না তা এই পরিবেশকর্মীর কথা থেকেই পরিষ্কার। জানান অনেক সময় এলাকায় প্রাচীন গাছ কাটার খবর পেয়ে তাঁরা পৌঁছে বাধা দেওয়ার চেষ্টা করলে মানুষের রোষের মুখে পড়তে হয়।
advertisement
ক্রমাগত গাছ কাটার ফলে পথ চলতি মানুষ কিংবা মাঠের কৃষক, সকলেই শীতল ছায়া আর পাচ্ছে না। পাখিরা হারিয়ে ফেলছে তাদের আশ্রয়। বৃক্ষ নিধন ঠেকাতে সরকারের কড়া আইন থাকলেও তা যথাযথ প্রয়োগ না হওয়াতেই এই দুরবস্থা বলে মনে করছেন পরিবেশ প্রেমীরা।
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: অনবরত বৃক্ষ নিধনে বাংলা থেকে হারিয়ে যাচ্ছে শীতল ছায়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement