HAM Radio: ঝাড়খণ্ডের হারিয়ে যাওয়া কল মিস্ত্রিকে বাড়ি ফিরিয়ে দিল হ্যাম রেডিও

Last Updated:

বছর পাঁচেক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ঝাড়খণ্ডের গুড্ডু রবিদাস। অবশেষে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাঁকে খুঁজে পাওয়া গেল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। হ্যাম রেডিও'র সহযোগিতায় তাঁকে ফিরিয়ে দেওয়া হল পরিবারের কাছে

+
title=

উত্তর ২৪ পরগনা: ঝাড়খণ্ডের মানসিক ভারসাম্যহীন ভবঘুরে কে বাড়ি ফিরিয়ে দিল হ্যাম রেডিও। গত কয়েক দিন ধরেই তাঁকে হিঙ্গলগঞ্জের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। বিষয়টি নজর এড়ায়নি স্থানীয় বাসিন্দাদের। কে তিনি? কোথা থেকে এসেছেন? পথচারী ও বাজার কমিটির অনেকেই ওই ভবঘুরের সঙ্গে কথা বলে নাম-পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু কিছুই বলতে চাইতেন না ওই ভবঘুরে। মাঝেমধ্যে দুর্বোধ্য ভাষায় কী যে বিড়বিড় করতেন তাও বুঝতে পারতো না কেউ।
শেষে অবশ্য স্থানীয় কয়েকজন বাসিন্দা অনেক চেষ্টা করে জানতে পারেন ওই ভবঘুরের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরওয়াবাড়ি এলাকায়। নাম গুড্ডু রবিদাস। সে পেশায় কলের মিস্ত্রি ছিল। বছর পাঁচেক আগে টিউবওয়েল বসানোর কাজে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে জীর্ণশীর্ণ অবস্থায় গুড্ডু রবিদাসকে উদ্ধার করে এক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা হ্যাম রেডিও’র সহযোগিতায় ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে হারিয়ে যাওয়া ওই যুবকের পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জে এসে উপযুক্ত প্রমাণ দেখিয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
HAM Radio: ঝাড়খণ্ডের হারিয়ে যাওয়া কল মিস্ত্রিকে বাড়ি ফিরিয়ে দিল হ্যাম রেডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement