Rathyatra 2025: আসছে রথযাত্রা, নিমকাঠের তৈরি প্রভু জগন্নাথদেবের মূর্তি উলুবেড়িয়া থেকে পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rathyatra 2025: আসন্ন রথযাত্রা, তার আগেই প্রভু জগন্নাথ দেবের মূর্তি তৈরিতে চরম ব্যস্ততা উলবেড়িয়ায়
রাকেশ মাইতি, হাওড়া: আসন্ন রথযাত্রা, তার আগেই প্রভু জগন্নাথদেবের মূর্তি তৈরিতে চরম ব্যস্ততা উলুবেড়িয়ায়! শিল্পী প্রিয়ব্রত’র হাতে তৈরি জগন্নাথ মূর্তি পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কাঠ খোদাই করে বিভিন্ন মাপের জগন্নাথ, সুভদ্রা এবং বলরামদেবের মূর্তি তৈরি হচ্ছে। ২ ইঞ্চি থেকে শুরু করে ৪,৬,৮ ইঞ্চির বিভিন্ন মাপের মূর্তি। রথ উপলক্ষে মূর্তির দারুণ চাহিদা। সেই চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছেন শিল্পী।
নিম কাঠ কাটিং ও খোদাই করে পালিশ সব শেষে রঙ করে সম্পূর্ণতা পায় মূর্তি। ছোটমূর্তির চাহিদা বেশি। এক একটি মূর্তি তৈরি করতে ২-৩ দিন পর্যন্ত সময় লাগে। মধ্যপ্রদেশ থেকে নিম কাঠ আমদানি করে গত বছর প্রথম কাঠের জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তৈরি করেছিলেন শিল্পী প্রিয়ব্রত মণ্ডল। গত বছর মাত্র আটটি মূর্তির বরাত আসে, কিন্তু এবার রথের প্রায় তিন থেকে চার মাস আগে থেকেই বরাত মিলতে থাকে। এবার ২০-২২ টি মূর্তি তৈরির বরাত এসেছে। বেশ কিছুদিন আগে থেকেই ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তার পরই রথযাত্রার উৎসব। তার আগে নাওয়া-খাওয়া ভুলে কাঠের জগন্নাথ মূর্তি তৈরিতে ব্যস্ত শিল্পী প্রিয়ব্রত মণ্ডল।
advertisement
আরও পড়ুন : শুধু Junk বা Fast Food নয়! লিভারকে কুরে কুরে ফোঁপড়া করে এই চেনা ৩ খাবার! ফ্যাটি লিভার হয়ে ধরে পচন!
এ প্রসঙ্গে শিল্পী জানান, শিল্পী হিসেবে সৃষ্টিশীল নানা কাজের সঙ্গে যুক্ত হলেও এই রথ উৎসবের আগে আরও বেশি অর্থ উপার্জনের পথ দেখাচ্ছেন প্রভু জগন্নাথ। তিনি আরও জানান, মধ্যপ্রদেশ থেকে নিম কাঠ আমদানি করে মূর্তি তৈরি হচ্ছে। কাঠের তৈরি ক্ষুদ্র জগন্নাথ মূর্তি ভীষণভাবে আকৃষ্ট করছে মানুষের মন। যে কারণে গত বছরের তুলনায় এবার প্রায় তিনগুণ বরাত মিলেছে। সারা বাংলার পাশাপাশি বিভিন্ন শহর থেকে অনলাইন মাধ্যম থেকে বরাত আসে। কিছুদিন আগে থেকেই মূর্তি তৈরির পর ডেলিভারি দেওয়ার কাজ শুরু হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 12:12 AM IST