Howrah News: উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী হাটে নিষিদ্ধ পাখির দেদার ব্যবসা

Last Updated:

উলুবেড়িয়ার বহু পুরনো ঐতিহ্যবাহী হাটে হানা দিয়ে নিষিদ্ধ পাহাড়ি চন্দনা উদ্ধার করল বন দফতর। গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ীকে

হাওড়া: উলুবেড়িয়া হাটে দেদার চলছে বেআইনি পাখির কারবার! প্রতি শনিবার গরুহাটায় দীর্ঘদিন ধরে এই হাট বসছে। এখানে হাওড়া ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বহু মানুষ আসেন নানান জিনিসের খোঁজে। এই হাট নিয়ে প্রচলিত কথা হল, এখানে এমন বহু জিনিস পাওয়া যায় যা অন্যত্র খুঁজলেও মিলবে না! আর তার‌ই টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ। তবে শুক্রবার যে ঘটনা সামনে এসেছে তা উলুবেড়িয়া হাটের এতদিনের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।
আগেই শোনা যাচ্ছিল বিভিন্ন জিনিসপত্র কেনাবেচার পাশাপাশি এখানে নিষিদ্ধ টিয়াপাখিও বিক্রি হয়। শনিবার প্রায় ভোর থেকে হাট শুরু হয়। সেই মত আগের দিন অর্থাৎ প্রতি শুক্রবার বহু ব্যবসায়ী জিনিসপত্র নিয়ে চলে আসেন। গোপন সূত্র মারফত খবর পেয়ে বন বিভাগ ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা হাটে পৌঁছন। পরিবেশপ্রেমী চিত্রক প্রামাণিক, সৌমিক দাস ও শুভ মান্না গোপনে অভিযান চালান। তাঁরা উলুবেড়িয়া বানীবন হাটতলায় ফরিদ পুরকাইতের বাড়ি থেকে উদ্ধার করেন ১৫ টি পাহাড়ি চন্দনা বা অ্যালেক্সান্দ্রিন প্যারাকিট।
advertisement
advertisement
যার বাড়ি থেকে এই নিষিদ্ধ পাখিগুলো উদ্ধার হয়েছে সেই ফরিদ পুরকাইত বিদেশি পাখি বিক্রির আড়ালে এই নিষিদ্ধ দেশীয় পাহাড়ি চন্দনা, টিয়া বিক্রি করত বলে জানা গিয়েছে। বন বিভাগ পাখিগুলি গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে গেছে। পুলিশ ফরিদ পুরকাইতকে গ্রেফতার করেছে। কয়েকদিন আগে বাগনান থেকেও ২৩ টি পাহাড়ি চন্দনা পাখির ছানা উদ্ধার হয়েছিল। এই অ্যালেক্সান্দ্রিন প্যারাকিট ভারতীয় বন্যপ্রাণ আইনে ধরা বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী হাটে নিষিদ্ধ পাখির দেদার ব্যবসা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement