Alipurduar News: রাজ্য বাজেটে পাট্টা দেওয়ার ঘোষণায় খুশি চা শ্রমিকরা, কিন্তু কীভাবে উঠছে প্রশ্ন

Last Updated:

রাজ্য বাজেটে চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তাতে চা শ্রমিকরা খুশি হলেও কীভাবে তা সম্ভব হবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

+
title=

আলিপুরদুয়ার: রাজ‍্য বাজাটে চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। তাতে যথেষ্ট খুশি উত্তরবঙ্গের চা বলয়ের মানুষজন। বিশেষ করে চা শ্রমিকরা রাজ্যের অর্থমন্ত্রীর এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন।
তাঁদের জমির পাট্টা দেওয়ার প্রস্তাবের বিষয়ে চা শ্রমিকরা জানান, তাঁরা বহু বছর ধরে বংশপরম্পরায় চা বাগানে বসবাস করছেন। জরাজীর্ণ পুরনো ঘরে থাকতে হয়। এমনিতেই আইন অনুযায়ী দীর্ঘদিন একই জায়গায় বসবাস করার কারণে তাঁদের জমির পাট্টা পাওয়ার কথা। অবশেষে রাজ্য সরকার সেই বিষয়ে উদ্যোগী হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
advertisement
advertisement
এই বিষয়ে চা বিশেষজ্ঞরা জানিয়েছেন, অসম, ত্রিপুরা, কেরল সহ অন‍্য কোনও রাজ‍্যে চা শ্রমিকদের জমির পাট্টা প্রদান করা হয়নি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার প্রথম চা শ্রমিকদের বাসস্থানের কথা ভেবে তাঁদের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সামাজিকভাবে এই বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আগামী নির্বাচনগুলিতে এই সিদ্ধান্তের মাইলেজ পাওয়া যেতে পারে বলে তাঁরা মনে করছেন।
advertisement
আবার অনেক বিশেষজ্ঞের মতে, চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট ভাল বিষয়। কিন্তু তাঁরা যে জমিতে বংশপরম্পরায় বসবাস করছেন সেই জমির পাট্টা মিলবে কি? এই প্রশ্নটার কারণ চা শ্রমিকরা সাধারণত চা-বাগানের জমিতেই বসবাস করেন, যা বেসরকারি মালিকানাধীন। তাছাড়া চা বাগানের জমি কৃষি জমি হিসেবে নথিবদ্ধ। সব মিলিয়ে সেই জমি পাট্টা হিসেবে চা শ্রমিকদের হাতে তুলে দেওয়ায় যথেষ্ট জটিলতা আছে। এক্ষেত্রে রাজ্য বাজেটে চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কথা ঘোষণা করা হলেও তা কীভাবে সম্ভব হবে এই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: রাজ্য বাজেটে পাট্টা দেওয়ার ঘোষণায় খুশি চা শ্রমিকরা, কিন্তু কীভাবে উঠছে প্রশ্ন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement