Howrah News: পঞ্চায়েত সদস্যর বাড়ির পাশের ড্রেনে পড়ে একাধিক ভোটার ও প্যান কার্ড! কী চলছিল? জানুন

Last Updated:

Howrah News: ড্রেনের মধ্যে পড়ে আছে একাধিক ভোটার ও প্যান কার্ড! পঞ্চায়েত ভোটের আগেই নয়া চাঞ্চল্য হাওড়ায়! জানুন

নর্দমায় ভোটার কার্ড
নর্দমায় ভোটার কার্ড
#হাওড়া: হই হই কাণ্ড পঞ্চায়েত সদস্যর বাড়ির পাশের ড্রেন থেকে একাধিক ভোটার কার্ড উদ্ধার। হাওড়ার কান্দুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার চতুর্ভুজ কাটি ও মহিষগোট এলাকার নর্দমার মধ্যে পড়ে আছে ভোটার কার্ড,প্যান কার্ড। এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশেই পড়ে আছে একাধিক ভোটার, আধার কার্ড। ওই সমস্ত কার্ড এ ঠিকানা অধিকাংশই হাওড়া গ্রামীন এলাকার সাঁকরাইল ব্লকের। এত গুলো ভোটার পরিচয় পত্র কি ভাবে ওই স্থানে পৌঁছালো, তা নিয়েই রহস্য দানা বাঁধছে। কেন কীভাবে এই ঘটনা, বছর ঘুরলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের পূর্বে একাধিক ভোটার কার্ড, তাও আবার শাসক দলের পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশ থেকে উদ্ধার, এই এই ঘটনা নিয়ে রীতিমতো জোর জল্পনা শুরু হয়েছে।
যদিও সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল এ ঘটনায় তিনি ওই পঞ্চায়েত সদস্যর সঙ্গে ফোনে কথা বলেন। পঞ্চায়েত সদস্য তাঁকে জানান এগুলো পুরানো ভোটার কার্ড। নতুন ভোটার কার্ড করিয়ে দেওয়া হয়েছে। তবে পুরাতন হোক বা নতুন ভোটার কার্ড হোক সেটা যার ভোটার কার্ড সেই ব্যক্তির নিকট থাকা উচিৎ। সেই কার্ড কেন ওই পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনের নর্দমাতে এলো তা নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
advertisement
advertisement
এছাড়াও  তিনি জানান ব্লকের বিডিওকে জানাবেন পাশাপাশি পুলিশ ও প্রশাসনিক স্তরেও তিনি কথা বলে এই ঘটনার তদন্ত করে দেখবেন। এই বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছ থাকা উচিৎ বলেই দাবি করেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। যদিও গোটা বিষয়টিকে নিয়ে মুখ খুলতে রাজি হন নি কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবেন পাত্র। পঞ্চায়েতের সদস্যের বাড়ির কাছ থেকে কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি করে এত কার্ড এলো তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: পঞ্চায়েত সদস্যর বাড়ির পাশের ড্রেনে পড়ে একাধিক ভোটার ও প্যান কার্ড! কী চলছিল? জানুন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement