Old Age Activity: জলে ভাসতে ভাসতে ওটা কী করছেন ৭০ বছরের বৃদ্ধ? পড়েছে তোলপাড়! সকলের চোখ গোল গোল

Last Updated:

Old Age Activity:১৯৭৮ সালের বন্যায় সর্বত্র জলমগ্ন হয়ে যায়। সেই সময় জলের সাঁতার কাটতে কাটতে মনে হয় বেশিক্ষণ কীভাবে ভেসে থাকা যায়।

+
গ্রামে

গ্রামে গ্রামে ওয়াটার প্রদর্শন করছেন গোপালবাবু

রাকেশ মাইতি, হাওড়া: ওয়াটার যোগা! ঠিক যেন লবণ সাগরে ভেসে থাকার মতো। গভীর জলে ডুবে যাবার ভয় নেই। জলাশয়ে ভেসে যোগাভ্যাস প্রদর্শন করছেন ৭০ বছর বয়সি গোপাল আদক। গ্রামে গ্রামে মানুষকে ভিন্ন স্বাদের যোগব্যায়াম প্রদর্শন করে শরীর সুস্থ রাখার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দেন তিনি। শরীর সুস্থ রাখতে যোগ অভ্যাসের পাশাপাশি আর্টিস্টিক যোগ বর্তমান সময়ে বেশ প্রচলিত। ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশে যোগ নিয়ে চর্চা দারুণ ভাবে চলছে। প্রতিবছর একাধিক যোগা প্রতিযোগিতা বিশ্বব্যাপী। সেই দিক থেকে সারাদেশে যোগ নিয়ে চর্চা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে কয়েক বছরে। তবে গ্রামীণ হাওড়ার বেশকিছু গ্রামের মানুষ গোপাল বাবুর ওয়াটার যোগা দারুণভাবে উপভোগ করেন।
বর্তমান সময়ে যোগাভ্যাসের প্রতি দারুণ আগ্রহ মানুষের। শারীরিক ও মানসিক সুস্থ থাকার পাশাপাশি যোগাভ্যাসের মধ্যে প্রতিযোগিতা এবং প্রতিষ্ঠিত হবার সুযোগ রয়েছে। সেই দিক গুরুত্ব দিয়ে যোগ-প্রশিক্ষণের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন গড়ে উঠেছে, সেইসঙ্গে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতেও পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষার সঙ্গে যোগ প্রশিক্ষণ জনপ্রিয় প্রায় সর্বত্র। অন্যদিকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ বিভাগে বিনামূল্যে যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেই দিক থেকে যোগের প্রতি সাধারণ মানুষের আগ্রহ দারুণ। এমন সময় গ্রামের পুকুর জলাশয়ে যোগ প্রদর্শন ভীষণভাবে আকৃষ্ট হচ্ছে আমজনতা।
advertisement
আরও পড়ুন : রথযাত্রায় ১ মুঠো আতপচাল এবং ১১ টি কড়ি দিয়ে ছোট্ট কাজেই কেল্লাফতে! অভাবের খরা দূর হয়ে আসবে টাকার ঢেউ! আঁধার কেটে পূর্ণ সব ইচ্ছে!
এ প্রসঙ্গে গোপাল আদক জানান, শৈশব থেকে যোগাভ্যাসের চর্চা ছিল। তবে ১৯৭৮ সালের বন্যায় সর্বত্র জলমগ্ন হয়ে যায়। সেই সময় জলের সাঁতার কাটতে কাটতে মনে হয় বেশিক্ষণ কীভাবে ভেসে থাকা যায়। সেই চেষ্টা করতে করতে তার পর জলে ভেসেই প্রাণায়াম এবং যোগা প্রদর্শন শিখে নেওয়ার পর্ব শুরু। সেই থেকে মানুষের সামনে জলে যোগ প্রদর্শন করা শুরু। এর মাধ্যমে জলাশয় নিয়ে সচেতনতা প্রসারের প্রবণতাও থাকে, যার মাধ্যমে জলাশয় পরিষ্কার থাকবে এবং একইসঙ্গে মানব শরীর সুস্থ থাকবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Old Age Activity: জলে ভাসতে ভাসতে ওটা কী করছেন ৭০ বছরের বৃদ্ধ? পড়েছে তোলপাড়! সকলের চোখ গোল গোল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement