Rathyatra Astro Tips: রথযাত্রায় ১ মুঠো আতপচাল এবং ১১ টি কড়ি দিয়ে ছোট্ট কাজেই কেল্লাফতে! অভাবের খরা দূর হয়ে আসবে টাকার ঢেউ! আঁধার কেটে পূর্ণ সব ইচ্ছে!

Last Updated:
Rathyatra Astro Tips:রথযাত্রা দর্শন অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়৷ রথযাত্রা দেখলে চিত্তশুদ্ধি, আত্মশুদ্ধি ঘটে৷ রথের রশি স্পর্শ করলে কাটে দুর্ভাগ্য৷ লাভ করা যায় পুণ্য৷
1/7
আষাঢ় মাসের পবিত্র পার্বণ রথযাত্রা পালিত হবে শুক্রবার৷ দেশ জুড়ে সেদিন আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হবে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা উৎসব৷
আষাঢ় মাসের পবিত্র পার্বণ রথযাত্রা পালিত হবে শুক্রবার৷ দেশ জুড়ে সেদিন আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হবে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা উৎসব৷
advertisement
2/7
যে শুভ কাজের জন্য রথযাত্রা খুবই পবিত্র ও শুভ তিথি৷ একাধিক শুভ কাজের সূত্রপাত হয় এই পুণ্যদিনে৷ এই দিনটি ঘিরে প্রচলিত আছে একাধিক জ্যোতিষ তথা বাস্তু টোটকা৷ মনে করা হয়, সেগুলি পালন করলে জীবন ভরে থাকে সুখ শান্তি ধনসম্পদে৷ বলছেন জ্যোতিষ তথা শাস্ত্র বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
যে শুভ কাজের জন্য রথযাত্রা খুবই পবিত্র ও শুভ তিথি৷ একাধিক শুভ কাজের সূত্রপাত হয় এই পুণ্যদিনে৷ এই দিনটি ঘিরে প্রচলিত আছে একাধিক জ্যোতিষ তথা বাস্তু টোটকা৷ মনে করা হয়, সেগুলি পালন করলে জীবন ভরে থাকে সুখ শান্তি ধনসম্পদে৷ বলছেন জ্যোতিষ তথা শাস্ত্র বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/7
রথযাত্রা দর্শন অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়৷ রথযাত্রা দেখলে চিত্তশুদ্ধি, আত্মশুদ্ধি ঘটে৷ রথের রশি স্পর্শ করলে কাটে দুর্ভাগ্য৷ লাভ করা যায় পুণ্য৷
রথযাত্রা দর্শন অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়৷ রথযাত্রা দেখলে চিত্তশুদ্ধি, আত্মশুদ্ধি ঘটে৷ রথের রশি স্পর্শ করলে কাটে দুর্ভাগ্য৷ লাভ করা যায় পুণ্য৷
advertisement
4/7
রথযাত্রায় জগন্নাথদেবের বিগ্রহের সামনে হলুদ কাপড়ে মুড়ে রাখুন ১১ টি কড়ি৷ ১১ টি কড়ি-সহ ওই কাপড়ের মুখ বন্ধ করে দিন৷ সারা রাত বিগ্রহের পদতলেই রাখুন ওই কাপড়৷ তার পরদিন সেটি রাখুন ক্যাশবাক্সে বা আলমারিতে৷ কোনওদিন টাকার অভাব হবে না৷ ঘটে বিশাল আর্থিক সমৃদ্ধি৷
রথযাত্রায় জগন্নাথদেবের বিগ্রহের সামনে হলুদ কাপড়ে মুড়ে রাখুন ১১ টি কড়ি৷ ১১ টি কড়ি-সহ ওই কাপড়ের মুখ বন্ধ করে দিন৷ সারা রাত বিগ্রহের পদতলেই রাখুন ওই কাপড়৷ তার পরদিন সেটি রাখুন ক্যাশবাক্সে বা আলমারিতে৷ কোনওদিন টাকার অভাব হবে না৷ ঘটে বিশাল আর্থিক সমৃদ্ধি৷
advertisement
5/7
হলুদ কাপড়ের উপর ১১ রকম ফল, ১১ রকম মিষ্টি এবং ১১ টি কড়ি সাজিয়ে রথযাত্রার পুণ্যতিথিতে নিবেদন করুন জগন্নাথদেবকে৷ তাঁর আশীর্বাদ লাভের পথ সুগম হবে৷
হলুদ কাপড়ের উপর ১১ রকম ফল, ১১ রকম মিষ্টি এবং ১১ টি কড়ি সাজিয়ে রথযাত্রার পুণ্যতিথিতে নিবেদন করুন জগন্নাথদেবকে৷ তাঁর আশীর্বাদ লাভের পথ সুগম হবে৷
advertisement
6/7
একটি পিতলের বাটিতে নিন একমুঠো আতপচাল, দু’ খণ্ড কাঁচা হলুদ এবং ১টি ১ টাকার কয়েন৷ এই পাত্র রথযাত্রায় নিবেদন করুন জগন্নাথদেবকে৷ পুজোর পর ওই ভুজ্যি দান করুন কোনও ভিক্ষুকে বা ক্ষুধার্তকে৷
একটি পিতলের বাটিতে নিন একমুঠো আতপচাল, দু’ খণ্ড কাঁচা হলুদ এবং ১টি ১ টাকার কয়েন৷ এই পাত্র রথযাত্রায় নিবেদন করুন জগন্নাথদেবকে৷ পুজোর পর ওই ভুজ্যি দান করুন কোনও ভিক্ষুকে বা ক্ষুধার্তকে৷
advertisement
7/7
১১ টি বা ৫৪ টি তুলসিপাতা দিয়ে মালা গাঁথুন৷ পাতাগুলির বৃন্তগুলি সুতো দিয়ে বেঁধে মালা নির্মাণ করুন৷ তুলসিপাতা ছেদ করে কখনও মালা গাঁথবেন না৷ রথযাত্রায় এই মালা পরিয়ে দিন জগন্নাথদেবকে৷ হতাশা কেটে গিয়ে পূর্ণ হবে মনের সব ইচ্ছে৷
১১ টি বা ৫৪ টি তুলসিপাতা দিয়ে মালা গাঁথুন৷ পাতাগুলির বৃন্তগুলি সুতো দিয়ে বেঁধে মালা নির্মাণ করুন৷ তুলসিপাতা ছেদ করে কখনও মালা গাঁথবেন না৷ রথযাত্রায় এই মালা পরিয়ে দিন জগন্নাথদেবকে৷ হতাশা কেটে গিয়ে পূর্ণ হবে মনের সব ইচ্ছে৷
advertisement
advertisement
advertisement