Howrah News: অর্ধেক দামে তরতাজা সবজি! শুনতে অবাস্তব মনে হলেও একেবারে সত্যি!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
অর্ধেক দামে তরতাজা সবজি, শুনতে অবাক মনে হলেও একেবারে সত্যি! প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা সবজি নিয়ে হাজির এ বাজারে, দিনে দিনে আরো যেন ক্রেতা বিক্রেতার ঢল নামছে এই বাজারে।
#হাওড়া : অর্ধেক দামে তরতাজা সবজি, শুনতে অবাক মনে হলেও একেবারে সত্যি! প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা সবজি নিয়ে হাজির এ বাজারে, দিনে দিনে আরো যেন ক্রেতা বিক্রেতার ঢল নামছে এই বাজারে। কাঁচা সবজির পাশাপাশি ফলমূল এবং অন্যান্য বেশ কিছু জিনিস পাইকারি দামে মিলছে এখানে। অন্যান্য বাজারের তুলনামূলক দাম কমের ফলে আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যবসায়ীরা প্রতিদিন সবজি নিতে আসেন, শুধু ব্যবসায়ীরা নয় বিভিন্ন অনুষ্ঠান বা পারিবারিক সবজি কেনাকাটাতেও হাজির হন এই বাজারে বহু মানুষ।
একসময় কমপক্ষে ৫ কেজি একই রকম জিনিস কিনতে হত, তবে বর্তমানে হাফ পাল্লা বা জিনিস অনুযায়ী ৫০০ গ্রাম পর্যন্ত বিক্রি করেন বিক্রেতা। সেই মতো ব্যবসায়ীদের পাশাপাশি সাংসারিক মানুষজনও জমিয়ে তরতাজা সবজি কিনেছেন কম দামে। বিবাহ অন্নপ্রাশন বা অন্যান্য অনুষ্ঠানে সবজির প্রয়োজন হলেই টুক করে মানুষ পাড়ি দিচ্ছে এই পাইকারি সবজি বাজারে, দামে কম বিপুল জিনিসপত্রের সম্ভার এই বাজারে কাঁচা সবজির মধ্যে কোন কিছুই অমিল থাকে না।
advertisement
advertisement
দুপুর থেকে শুরু হয় কয়েক ঘন্টার বেচাকেনা।এক বিক্রেতা জানান, এই বাজারে অন্যান্য বাজারের তুলনায় ক্রেতা ও বিক্রেতার ভিড় বেশি হয়, মূলত বিক্রেতারা এক মনে এই বাজারেই চলে আসেন তার অন্যতম কারণ হলো সহজ যোগাযোগ ব্যবস্থা ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলাগর চৌরাস্তা লাগোয়া বাজার, পাশাপাশি এই বাজারে ক্রেতাদের ঢল নামে প্রতিদিন, ফলে বেচাকানো হয় জোরদার।
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
November 23, 2022 2:56 PM IST