প্রিয়া ওয়ারিয়রকে নিয়ে পুলিশের পোস্টার ভাইরাল ইন্টারনেটে!
Last Updated:
এ বার আবার কী করলেন প্রিয়া ? মনের মধ্যে নিশ্চই এই প্রশ্নটাই উঠে আসছে ? না এ বার প্রিয়া কিছুই করেনি ৷ যা করার করেছে বদোদরা পুলিশ ৷ প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের ছবি ব্যবহার করে এবার ট্র্যাফিক সচেতনতা গড়ে তুলতে চাইছে বদোদরা পুলিস। প্রিয়ার একটি ছবিকে পোস্টার বানিয়ে সঙ্গে লেখা হয়েছে, ‘দুর্ঘটনা ঘটতে পারে চোখের পলকে। তাই সতর্ক হয়ে গাড়ি চালান।’
advertisement
advertisement
এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে গোটা দেশে। এর আগেও বদোদরা পুলিশ সোশ্যাল মিডিয়ায় একাধিক মজার পোস্টার বানিয়ে প্রচার চালিয়েছে । সেগুলির মধ্যে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলার আবেদনও রীতিমতো জনপ্রিয় হয়েছিল । বদোদরা পুলিশের আগে মুম্বই পুলিস ও বেঙ্গালুরু পুলিশও প্রিয়ার ছবি ব্যবহার করে ট্র্যাফিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছিল। পাশাপাশি ছিল সাইবার অপরাধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার প্রয়াস।
Location :
First Published :
March 24, 2018 7:37 PM IST