India's World Cup Heros: এঁরা প্রত্যেকেই ‘হিরো’, হরমনপ্রীত, দীপ্তি, জেমাইমাই নন সকলেই বিশ্বসেরা হওয়ার কারিগর, দেখে নিন সক্কলের পারফরম্যান্স

Last Updated:
India's World Cup Heros: সকলেই সেরা৷ প্রত্যেকেই ছাপ রেখেছেন দলের পারফরম্যান্সে
1/14
চার দশকে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারতীয় মেয়েরা৷ ২০০৫, ২০১৭তে মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও কাপ ছুঁয়ে দেখা হয়নি৷ কিন্তু এবার আর কোনও ভুল করেনি হরমনপ্রীত এন্ড কোং৷ বিভিন্ন ম্যাচে বিভিন্ন পারফরম্যান্স দিয়ে এক একদিন এক-একজন দলকে জয় এনে দিয়েছেন৷ তবে এই বিশ্বকাপে ভারতীয় দল অলরাউন্ড পারফরম্যান্স দিয়েই সকলকে পিছনে ফেলে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম৷
চার দশকে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারতীয় মেয়েরা৷ ২০০৫, ২০১৭তে মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও কাপ ছুঁয়ে দেখা হয়নি৷ কিন্তু এবার আর কোনও ভুল করেনি হরমনপ্রীত এন্ড কোং৷ বিভিন্ন ম্যাচে বিভিন্ন পারফরম্যান্স দিয়ে এক একদিন এক-একজন দলকে জয় এনে দিয়েছেন৷ তবে এই বিশ্বকাপে ভারতীয় দল অলরাউন্ড পারফরম্যান্স দিয়েই সকলকে পিছনে ফেলে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম৷
advertisement
2/14
স্মৃতি মন্ধানার এবারের বিশ্বকাপে মোট রান ৪৩৪৷চোটের কারণে নকআউট পর্বে খেলা থেকে ছিটকে যান প্রতীকা রাওয়াল৷ সেমিফাইনালের আগে পর্যন্ত অর্থাৎ গ্রুপ পর্বে তিনি দলের সঙ্গে ছিলেন সে সময়ে তিনি ৩০৮ রান করেছিলেন এবং ২ উইকেট নিয়েছিলেন৷
স্মৃতি মন্ধানার এবারের বিশ্বকাপে মোট রান ৪৩৪৷চোটের কারণে নকআউট পর্বে খেলা থেকে ছিটকে যান প্রতীকা রাওয়াল৷ সেমিফাইনালের আগে পর্যন্ত অর্থাৎ গ্রুপ পর্বে তিনি দলের সঙ্গে ছিলেন সে সময়ে তিনি ৩০৮ রান করেছিলেন এবং ২ উইকেট নিয়েছিলেন৷
advertisement
3/14
জেমাইমা রডরিগেজ এবারের সেমিফাইনালের তারকা পারফরমার  তিনি সেই ম্যাচে শতরান করেন৷ তাঁর মোট রান ২৯২৷
জেমাইমা রডরিগেজ এবারের সেমিফাইনালের তারকা পারফরমার  তিনি সেই ম্যাচে শতরান করেন৷ তাঁর মোট রান ২৯২৷
advertisement
4/14
অধিনায়ক হিসেবে একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করেছেন৷ হরমনপ্রীত কউর এবারের বিশ্বকাপে করেছেন, তাঁর মোট রান ২৬০৷
অধিনায়ক হিসেবে একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করেছেন৷ হরমনপ্রীত কউর এবারের বিশ্বকাপে করেছেন, তাঁর মোট রান ২৬০৷
advertisement
5/14
উইকেট কিপার -ব্যাটার বাংলার রিচা ঘোষ এবারের বিশ্বকাপে উইকেটের সামনে-পিছনে দুই রোলেই সফল৷  ধামাকা ক্রিকেট খেলে সেমিফাইনাল ও ফাইনালে ছাপ রেখে রিচার সংগ্রহ ২৩৫ রান৷
উইকেট কিপার -ব্যাটার বাংলার রিচা ঘোষ এবারের বিশ্বকাপে উইকেটের সামনে-পিছনে দুই রোলেই সফল৷  ধামাকা ক্রিকেট খেলে সেমিফাইনাল ও ফাইনালে ছাপ রেখে রিচার সংগ্রহ ২৩৫ রান৷
advertisement
6/14
দীপ্তি শর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন৷ ব্যাট ও বল হাতে দুটোতেই দারুণ পারফম্যান্স৷ রান করেছেন ২১৫ উইকেট নিয়েছেন ২২ টি৷ যা বিশ্বকাপে কোনও একজন অলরাউন্ডারের সেরা পারফরম্যান্সলে৷
দীপ্তি শর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন৷ ব্যাট ও বল হাতে দুটোতেই দারুণ পারফম্যান্স৷ রান করেছেন ২১৫ উইকেট নিয়েছেন ২২ টি৷ যা বিশ্বকাপে কোনও একজন অলরাউন্ডারের সেরা পারফরম্যান্সলে৷
advertisement
7/14
হরলীন দেওলের মোট রান ১৬৯৷ তিনি মূলত ব্যাটার হিসেবেই খেলেন, তবে লেগস্পিন বলও করেন৷
হরলীন দেওলের মোট রান ১৬৯৷ তিনি মূলত ব্যাটার হিসেবেই খেলেন, তবে লেগস্পিন বলও করেন৷
advertisement
8/14
আমানজোত ব্যাট বল দুই দিয়েই পারফর্ম করেছেন৷ তাঁর রান ১৪৬ এবং উইকেট পেয়েছেন ৬ টি৷
আমানজোত ব্যাট বল দুই দিয়েই পারফর্ম করেছেন৷ তাঁর রান ১৪৬ এবং উইকেট পেয়েছেন ৬ টি৷
advertisement
9/14
স্নেহ রানার বিশ্বকাপে সংগ্রহ ৯৯ রান, উইকেট নিয়েছেন ৭ টি৷
স্নেহ রানার বিশ্বকাপে সংগ্রহ ৯৯ রান, উইকেট নিয়েছেন ৭ টি৷
advertisement
10/14
শাফালি ভর্মা  এবারের বিশ্বকাপের ফাইনালের ম্যাজিশিয়ান৷  তাঁর রান ৯৭, নিয়েছেন ২ উইকেট৷
শাফালি ভর্মা  এবারের বিশ্বকাপের ফাইনালের ম্যাজিশিয়ান৷  তাঁর রান ৯৭, নিয়েছেন ২ উইকেট৷
advertisement
11/14
শ্রীচারণী বল হাতে কামাল করেছেন, তরুণ এই বোলারের মোট উইকেট ১৪৷
শ্রীচারণী বল হাতে কামাল করেছেন, তরুণ এই বোলারের মোট উইকেট ১৪৷
advertisement
12/14
ক্রান্তি গৌড়ের শিকার ৯ জন ব্যাটার৷
ক্রান্তি গৌড়ের শিকার ৯ জন ব্যাটার৷
advertisement
13/14
রাধা যাদব নিয়েছেন ৪ উইকেট
রাধা যাদব নিয়েছেন ৪ উইকেট
advertisement
14/14
রেণুকা সিং নিয়েছেন ৩ উইকেট
রেণুকা সিং নিয়েছেন ৩ উইকেট
advertisement
advertisement
advertisement