AI হয়ে উঠবে সর্বেসর্বা! ২০২৬ নিয়ে নোস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী চিন্তার কারণ

Last Updated:
২০২৫ সালের শেষ প্রহর ঘনিয়ে আসতেই এবং ২০২৬ শুরু হতে চলতেই নোস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো আবারও খবরের শিরোনামে উঠে এসেছে।
1/9
Astrology
২০২৫ সালে কুম্ভ মেলায় মেলায় পদপিষ্টের দুর্ঘটনা, পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর এবং দিল্লির লালকেল্লা বিস্ফোরণের মতো বহু ঘটনা ঘটেছে। বিশ্ব দেখেছে ট্রাম্পের শুল্ক-যুদ্ধ এবং বিভিন্ন দেশের মধ্যে সংঘাত, যার প্রভাব পড়েছে গোটা বিশ্বের ওপর। ২০২৫ সালের শেষ প্রহর ঘনিয়ে আসতেই এবং ২০২৬ শুরু হতে চলতেই নোস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো আবারও খবরের শিরোনামে উঠে এসেছে।
advertisement
2/9
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
১৫'শ শতকে ফরাসি ভবিষ্যৎবক্তা নোস্ত্রাদামুস তাঁর বই “Les Propheties”-এ বহু ভবিষ্যদ্বাণী লিখেছিলেন, যা আজও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। রহস্যময় ও গূঢ় ভাষায় লেখা এই ভবিষ্যদ্বাণীগুলোর নানা ব্যাখ্যা পাওয়া যায়। তিনি সতর্ক করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে।
advertisement
3/9
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
নোস্ত্রাদামুস তাঁর বই “Les Propheties”-এ বিভিন্ন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। মঙ্গলের এবং বিভিন্ন নক্ষত্রের সংযোগের ফলে মানবজীবনেও প্রভাব পড়বে।
advertisement
4/9
Baba Vanga’s predictions for 2025, Baba Vanga, solar storm, NASA Mars mission delay, ESCAPADE mission, 2025 prediction, cannibal solar storm, space weather alert, British Geological Survey, solar flare, GPS disruption, radio signal disturbance, coronal mass ejection, CME, Europe conflict prediction, rising Russian influence, Vladimir Putin, aurora activity, NOAA G5 storm
বৈদিক ক্যালেন্ডার এবং গ্রহের অবস্থান অনুযায়ী গ্রহের রাজা হতে চলেছেন বৃহস্পতি এবং মন্ত্রী হতে চলেছেন ২০২৬ সালের মঙ্গল। মঙ্গল যুদ্ধ-বিগ্রহ, আগুন এবং শৌর্যের দেবতা।
advertisement
5/9
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
একইসঙ্গে তিনটি নতুন দেশ শক্তি হিসাবে উঠে আসতে পারে। মূলত, দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত এবং চিন অন্যতম শক্তি হিসাবে উঠে আসতে পারে।একইসঙ্গে এই সময় আমেরিকার শক্তি কমবে। একইসঙ্গে ন্যাটোর সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব বাড়বে।
advertisement
6/9
এই ভবিষ্যদ্বাণীগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। কারণ অতীতে বহুবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী একদম সঠিক প্রমাণিত হয়েছে। তাই মানুষ ভাবছে, এই অগাস্টে কি সত্যিই এমন কিছু ঘটবে যা গোটা দুনিয়াকে নাড়িয়ে দেবে?
নোস্ত্রাদামুস যদিও সরাসরি পারমাণবিক যুদ্ধের বিষয়ে কোনও কথা বললেন নি কিন্তু, অনেকেই মনে করছেন পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বহু বড় বড় দেশ।
advertisement
7/9
অপারেটরদের এই নতুন নির্দেশ দেওয়া হয়েছে। প্রযুক্তি বিভাগ মোবাইল কানেকশন প্রদানের জন্য একটি শক্তিশালী কাঠামোও তৈরি করেছে। এই কাঠামোর অধীনে সমস্ত মোবাইল নম্বরের জন্য KYC বাধ্যতামূলক করা হয়েছে
শুধু পারমাণবিক দেশ যুদ্ধই নয় সামরিক যুদ্ধ ছাড়াও তৃতীয় বহু দেশে সাইবার হানাও হতে পারে।
advertisement
8/9
সবচেয়ে সুপরিচিত ভবিষ্যৎ-কথকের মধ্যে এক জন ছিলেন বুলগেরিয়ার বাবা ভাঙ্গা। মারা যাওয়ার আগে পর্যন্ত এই পৃথিবী ও তার বাসিন্দাদের জন্যে তিনি করে গিয়েছেন একের পর এক ভবিষ্যদ্বাণী যা নিয়ে আজও চর্চা হতে থাকে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর মধ্যে বিশেষ উল্লেখ রয়েছে ২০২৫ সাল নিয়ে!
নোস্ত্রাদামুস ছাড়াও, বাবা ভাঙ্গাও একই ধরনের ভবিষৎবাণী করেছিলেন। এই সময় এআইয়ের আধিপত্য বাড়বে বলে জানিয়েছিলেন তিনি। ভবিষ্যতে রোবটই বাড়ির যাবতীয় কাজকর্ম থেকে শিশুদের দেখাশোনা সবই করতে পারবে।
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement