Durga Puja 2022|| রানি এলিজাবেথের মতোই মুকুটে গৌরীবাড়ির দুর্গা, নেপথ্যে বিশ্বখ্যাত ডিজাইনার হুগলির প্রিয়াঙ্কা
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kolkata Durga Puja 2022, Gouribari sorbojonin: ইংল্যান্ডের রানির মুকুটের অনুকরণে তৈরি হচ্ছে দেবী দুর্গার মাথার মুকুট। নেপথ্য বঙ্গতনয়া ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক।
#হুগলি: বাতাসে পুজো পুজো গন্ধ। শরতের টুকরো মেঘ ভাসছে কালো মেঘের আড়ালে। সেই মেঘেদের দলে আবারও এক মেঘবালিকার উত্থান। মেঘবালিকা বঙ্গতনয়ার কৃতিত্বে মুগ্ধ দেশ থেকে শুরু করে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথও। কারণ এ বছর উত্তর কলকাতার এক নামজাদা পুজো কমিটির দুর্গা প্রতিমার মাথার মুকুট তৈরি হচ্ছে রানি এলিজাবেথের মুকুটের অনুকরণে। আর সেই মুকুট ডিজাইন করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন হুগলির পোলবা দাদপুর গ্রাম পঞ্চায়েতের বাবিনান গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা মল্লিক।
ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়ার পর দুর্গাপুজো এখন বিশ্বজনীন। তাই বিশ্বের আইকনিক মহিলা রানি এলিজাবেথের মুকুটের আদলে, বিশ্বের নারী শক্তির প্রতীক দেবী দুর্গার মুকুট তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন হুগলির বাদিনান গ্রামের ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক। ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'জুবিলি উইকএন্ড'-এ আমন্ত্রিত ছিলেন হুগলির দাদপুর বাদিনান গ্রামের প্রিয়াঙ্কা মল্লিক। এ বার ইংল্যান্ডের রানির মুকুটের আদলেই তৈরি হচ্ছে দেবী দুর্গার মুকুট। উত্তর কলকাতার গৌরীবাড়ি সর্বজনীন দুর্গাপূজার দেবী দুর্গার মাথায় স্থান পাবে সেই মুকুট।
advertisement
আরও পড়ুনঃ 'ও তো আমার ছোট ভাই', 'দাদা'কে পাশে নিয়ে আবেগে ভাসলেন দিদি
সিঙ্গুর গোলাপ মোহিনী স্কুলের প্রাক্তনী প্রিয়াঙ্কা মল্লিক ইতালীর মিলান থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনা করেছেন। ই-কমার্সের মাধ্যমে তাঁর ফ্যাশনিস্তা পোশাক পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে। রানি এলিজাবেথের জন্মদিনে মাথার টুপির প্রজাপতির ডিজাইনও প্রিয়াঙ্কার সৃষ্টি। বঙ্গতনয়া ফ্যাশন ডিজাইনার রাষ্ট্রপুঞ্জের একজন সদস্য এবং উপদেষ্টা হিসাবেও কাজ করেন।
advertisement
advertisement
রাহী হালদার
Location :
First Published :
September 01, 2022 9:26 PM IST