Water Scarcity: প্রতি বাড়িতে রয়েছে কল কিন্তু মেলে না পানীয় জল! তবু উদাসীন প্রশাসন, নেই সমাধান

Last Updated:

Water Scarcity: বাড়িতে বাড়িতে ট্যাপের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করছে প্রশাসন। কিন্তু জল পাচ্ছেন না অভিযোগ করছেন বেশিরভাগ জায়গার বাসিন্দারা।

+
প্রতি

প্রতি বাড়িতে রয়েছে কল কিন্তু মেলে না পানীয় জল!

গোঘাট: বাড়িতে বাড়িতে ট্যাপের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করছে প্রশাসন। কিন্তু জল পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বেশিরভাগ জায়গার বাসিন্দারা। ঘটনাটি হুগলির গোঘাট দু-নম্বর ব্লকের হাজিপুর অঞ্চলে। সেখানে বেশ কিছু এলাকায় সময় মতো জল পাচ্ছেন না বলেই অভিযোগ করছেন স্থানীয়রা। জানা যায়, জল প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বাড়িতে তিনবার জল সরবরাহ করা হবে কিন্তু বেশিরভাগ জায়গায় জল পাচ্ছে না আবার কোথাও বা জল সময় মত পাওয়া যাচ্ছে না। এর ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা। তাঁরা বারবার স্থানীয় প্রশাসন দফতরে অভিযোগ জানালেও কোন কাজ হয়নি বলেই বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের অভিযোগ। এরফলে চরম সমস্যার সম্মুখীন হয়ে পড়তে হচ্ছে গ্রামবাসীদের।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের জানান, পি এইচ এর মাধ্যমে বাড়িতে বাড়িতে প্রশাসন পৌঁছে দিয়েছিলেন পানীয় জলের ট্যাপ । প্রত্যেক বাড়িতে ট্যাপ থাকলেও জল পরিষেবা নেই বলেই অভিযোগ বাসিন্দাদের। আবার কোথাও বা পানীয় জল এলেও তাও আবার সময় মত পাচ্ছেন না। দীর্ঘ এক বছর এভাবেই কষ্টের মধ্যে জীবনযাপন চলছে গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক স্তরের জানালে প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কোন কাজের কাজ হয়নি। যার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছে পরিবারগুলি। এমনকী বাড়িতে কাজকর্ম থেকে পানীয় জল খাওয়ার জন্য বহু দূর-দুরান্ত থেকে জল বাড়িতে এনে ব্যবহার করতে হচ্ছে। যার ফলে নাজেহাল হয়ে পড়েছেন গ্রামবাসীরা। তারা চাইছেন অবিলম্বে বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন।
advertisement
advertisement
অন্যদিকে অঞ্চল সভাপতি অভিযোগ স্বীকার করে বলেন ‘দু-একটি জায়গায় সমতল না থাকার কারণে জল যাচ্ছে না। এলাকাবাসীরা মিথ্যে অভিযোগ করছেন। তাঁরা দ্রুত সমস্যা সমাধান করে বাড়িতে পৌঁছে দেবে পানীয় জল।’ এখন দেখার সাধারণ মানুষের বাড়িতে আদৌও কি জল পৌঁছাবে না এভাবেই কষ্টের মধ্যেই দিন কাটাতে হবে পরিবার গুলিকে।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Water Scarcity: প্রতি বাড়িতে রয়েছে কল কিন্তু মেলে না পানীয় জল! তবু উদাসীন প্রশাসন, নেই সমাধান
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement