Hooghly News: নিয়োগ দুর্নীতির জের, ২০১৬ এর পর নিযুক্ত শিক্ষকদের ডেকে নথি পরীক্ষা শিক্ষা দফতরের

Last Updated:

রাজ্যের নিয়োগ দুর্নীতির জেরে শিক্ষকদের একাংশকে ডেকে যাবতীয় নথি খতিয়ে দেখল স্কুল শিক্ষা দফতর

+
title=

হুগলি: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে। শিক্ষক থেকে শিক্ষা কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। আর তাই স্কুল শিক্ষা দফতর ২০১৬ সালে নিয়োগ হ‌ওয়া শিক্ষকদের যাবতীয় নথিপত্র ফের একবার খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নিল। যাকে সরকারি পরিভাষায় বলে ডকুমেন্ট ভেরিফিকেশন। এর জন্য হুগলির বিভিন্ন স্কুলের শিক্ষকদের ডেকে পাঠানো হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা সেই নির্দেশ পেয়ে আরামবাগের অতিরিক্ত বিদ্যালয়ে পরিদর্শকের দফতরে হাজির হন। দীর্ঘ ও লম্বা লাইন পড়ে যায় অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস চত্বরে। জানা গিয়েছে, অরজিনাল সার্টিফিকেট-মার্কশিট সহ অন্যান্য তথ্য নিয়ে অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে আসতে বলা হয় শিক্ষকদের।
এই বিষয়ে এক শিক্ষক জানান, ২০১৬ সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল, তার মাধ্যমে যারা শিক্ষকতার চাকরি পেয়েছেন তাঁদেরকেই ডেকে পাঠানো হয়েছে।
advertisement
অন্যদিকে এই বিষয়ে আরামবাগের এডিআই অফিসের এক আধিকারিক বলেন, "যেভাবে আমাদেরকে ডিআই সাহেব নির্দেশ দিয়েছেন, সেভাবেই ২০১৬ সাল থেকে যারা শিক্ষকতার চাকরির নিয়োগ পত্র পেয়েছেন তাঁদের যাবতীয় নথিপত্র আরও একবার পরখ করে দেখার জন্য ডেকে পাঠানো হয়েছে।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: নিয়োগ দুর্নীতির জের, ২০১৬ এর পর নিযুক্ত শিক্ষকদের ডেকে নথি পরীক্ষা শিক্ষা দফতরের
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement