Saraswati Puja 2023|| ষষ্ঠী-সপ্তমী-অষ্টমী-নবমী, দুর্গার মতোই চারদিনের সরস্বতী পুজোয় মাতে মগরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
4 days long Saraswati Puja: হুগলির মগরায় বারোয়ারি সরস্বতী পুজো ঘিরে যেন একেবারে দুর্গাপুজোর আমেজ...
হুগলি: সরস্বতী পুজোতে উৎসবের মেজাজ হুগলির মগরায়। গত দু'বছর করোনার জেরে খামতি ছিল পুজোর আড়ম্বরে। এই বছর করোনার প্রকোপ কমতে আবারও পুরনো ছন্দে ফিরেছে মগরার বাগদেবীর আরাধনা। হুগলি ও পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ আসছেন সরস্বতী ঠাকুর দেখতে। কমবেশি ৫০ টির ওপর বারোয়ারি সরস্বতী পুজো হয় মগরায়। এই বছর আবার থিমের ছোঁয়ায় একে অপরকে টেক্কা দিতে তৈরি পুজো উদ্যোক্তারা।
কোথাও মণ্ডপ তৈরি হয়েছে রাজস্থানের দুর্গের অনুকরণে তো কোথাও বিষ্ণুপুরের টেরাকোটার ছোঁয়া। মণ্ডপ গড়ে উঠেছে পরিবেশ সচেতনতার বার্তা নিয়েও। এখানে চারদিন ধরে চলে বাগদেবীর আরাধনা। উৎসবে মেতে ওঠেন জেলা সহ বাইরের জেলা থেকে আসা মানুষজন। বর্ধমান, নদিয়া, বাঁকুড়া থেকে বহু মানুষ এখানে আসেন ঠাকুর দেখতে। দুর্গা পুজোর মত সরস্বতী পুজোতেও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী চার দিন দেবীর আরাধনা করা হয়।
advertisement
advertisement
হুগলি জেলার মধ্যে মূলত এই মগরা অঞ্চলেই বারোয়ারি আকারে এত বড় করে সরস্বতী পুজো করা হয়। রকমারি আলোর রোশনাইয়ে সেজে ওঠে গোটা এলাকা। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে ভিড় জমায় মানুষ। দূর্গা পুজোর মতোই সরস্বতী পুজোতেও আনন্দে মেতে উঠেন বাসিন্দারা।
advertisement
এই নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, মগরা শহরের ঐতিহ্যই হল সরস্বতী পুজোর জন্য। চার দিনের এই পুজো ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকে। এখানে বেশ কিছু পুজো আছে যা প্রায় ১০০ বছরের বেশি পুরনো। মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই সব পুজোর সঙ্গে।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 8:05 PM IST