Hooghly News: ডিএ দাবিতে পেন ডাউন, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অনুরোধে ফিরল স্বাভাবিক ছন্দে
- Published by:Uddalak B
Last Updated:
হুগলির চুঁচুড়া স্বাস্থ্য দফতরের বেশ কিছু আধিকারিকরা প্রতিবাদ স্বরূপ পেন ডাউন কর্মসূচি পালন করছিলেন।
#হুগলি: একদিকে সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের পুনর্বিবেচনা আর্জিকে খারিজ করেছেন। ঠিক একই সময় হুগলির চুঁচুড়া স্বাস্থ্য দফতরের বেশ কিছু আধিকারিকরা প্রতিবাদ স্বরূপ ‘পেন ডাউন’ কর্মসূচি পালন করছিলেন। এই দিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। ফলত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল জেলা স্বাস্থ্য দফতরে কাজের জন্য আসা আম জনতাকে। অবশেষে জেলা স্বাস্থ্য আধিকারিকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পেন ডাউন কর্মসূচির নামে এই দিন সকাল থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কাজ বন্ধ রাখে। হাইকোর্টের রায় ঘোষণা হওয়ার পরেও তাদের দেখা যায় খোশ মেজাজে নিজেদের মধ্যে গুলতানি করতে। ফলত হয়রানির শিকার হতে হয় স্বাস্থ্য দফতরে কাজের সুত্রে আসা সাধারণ মানুষদের। এই ঘটনার পরিবর্তন ঘটে মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারি হস্তক্ষেপে। সমস্ত কর্মীদের ধমক দিয়ে তাদের নিজেদের কাজে পাঠান মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া।
advertisement
advertisement
রমা ভূঁইয়া জানান, ডিএ সংক্রান্ত সমস্যা সমস্ত সরকারি কর্মচারীদেরই। তা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনও চলছে। কিন্তু আন্দোলন কখন এই কাজ বন্ধ রেখে করা উচিত নয়। স্বাস্থ্য দপ্তরের মতন এসেনশিয়াল একটি জায়গায় কাজ বন্ধ রাখা কখনোই শ্রেয় নয়। তিনি আরো জানান কাজের মধ্য দিয়েও প্রতিবাদ করা যায়। কাজ চলাকালীন সময়ে কালো ব্যাচ পড়ে সেই প্রতিবাদ জানানো যেত। তিনি যখনই জানতে পারেন তার দপ্তরের কর্মচারীরা কর্ম বিরতি ঘোষণা করেছে তখনই তাদের ধমক দিয়ে আবারো কাজে পাঠান তিনি।
advertisement
রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় আগেই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের রিভিউ পিটিশনের আরজি জানায় রাজ্য। বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে এই পিটিশনের শুনানি শেষ ঘোষণা হয়েছিল ২০ মে তারিখে। ডিভিশন বেঞ্চ রায় ছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ দিতে হবে রাজ্য কে। সেই রায়ের ভিত্তিতেই নতুন করে পুনর্বিবেচনা করার আর্জি জানায় রাজ্য। সেই আর্জিও বৃহস্পতিবার সকালে খারিজ করেন হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
advertisement
রাহী হালদার
Location :
First Published :
September 22, 2022 5:18 PM IST