Hooghly News: ইদের আগে চরম ব্যস্ততা! এলাহী কাণ্ড চলছে লাচ্ছা-সেমাই তৈরির প্রাচীন কারখানায়! দেখলে চমকে যাবেন

Last Updated:

হুগলির আরামবাগ মহকুমার অন্যতম প্রধান লাচ্ছা-সেমাই তৈরি হয় আরামবাগ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়াতে। এটি ৪৮ বছরের পুরনো কারখানা। সারা বছরই এখানে সেমাই তৈরির কাজ হয়ে থাকে।

+
৪৮

৪৮ বছরের পুরনো শিমাই কারখানা

আরামবাগ: সামনেই ইদ। আর তাই লাচ্ছা-সেমাই তৈরির কারখানাগুলোতে এখন চরম ব্যস্ততা।  হুগলির আরামবাগ মহকুমার অন্যতম প্রধান লাচ্ছা-সেমাই তৈরি হয় আরামবাগ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়াতে। এটি ৪৮ বছরের পুরনো কারখানা। সারা বছরই এখানে সেমাই তৈরির কাজ হয়ে থাকে।
ইদের আগে সেমাইয়ের সঙ্গে লাচ্চাও তৈরি করা হয়। পাইকারিভাবে সেই সমস্ত সেমাই-লাচ্চা রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। ইদের তিন-চার মাস আগে থেকে চরম ব্যস্ততা শুরু হয়ে যায়। এই সময় প্রতিদিন প্রায় ১০-১২ কুইন্টাল ময়দার সেমাই তৈরি করা হয়। আর প্রায় চার কুইন্টাল ময়দার লাচ্চা তৈরি হয়।
advertisement
advertisement
সেমাই তৈরির জন্য সারা বছরই এখানে ৯-১০ জন কারিগর কাজ করে থাকেন। আর ইদের আগে লাচ্ছা তৈরির জন্য বিহার থেকে কারিগর নিয়ে আসা হয়। কারিগর ও কর্মী মিলিয়ে প্রায় ২২ জন লাচ্চা তৈরি করেন।
advertisement
বিশেষ করে ইদের সময় ব্যাপক চাহিদা থাকে। ময়দা এবং জল দিয়ে ভাল করে পরিপাক করে মেশিনের মাধ্যমে তৈরি হয়। এই লাচ্ছা ও সেমাই কারখানা থেকে তৈরি সেমাই কলকাতা,আসানসোল, বর্ধমান-সহ বেশ কিছু জায়গার দোকানে দেওয়া হয়।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ইদের আগে চরম ব্যস্ততা! এলাহী কাণ্ড চলছে লাচ্ছা-সেমাই তৈরির প্রাচীন কারখানায়! দেখলে চমকে যাবেন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement