Hooghly News: আরামবাগ থেকে হেঁটে সোজা লাদাখ! অসাধ্য সাধন করলেন হরিণখোলার যুবক

Last Updated:

Hooghly News: লাদাখের মাটিতে উত্তোলণ করলেন দেশের জাতীয় পতাকা। যদিও তাঁর এই জয় খুব একটা সহজ ছিল না।

+
লাদাখে

লাদাখে প্রদীপ 

আরামবাগ: পায়ে হেঁটে আরামবাগ থেকে লাদাখে পৌঁছে নজির তৈরি করলেন আরামবাগের হরিণখোলা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আসনপুর গ্রামের যুবক প্রদীপ মণ্ডল। লাদাখের মাটিতে উত্তোলণ করলেন দেশের জাতীয় পতাকা। যদিও তাঁর এই জয় খুব একটা সহজ ছিল না। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মাঝে মাঝেই তাঁর যাত্রা থেমে গেছে।
সেই সঙ্গে ঘটেছে প্রিয়জনের মৃত্যুও। সব কিছুকে দূরে সরিয়ে রেখে শেষ পর্যন্ত সফল হয়েছেন প্রদীপ। তবে তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে আরেকজনের অবদানও। আরামবাগেরই আরেক যুবক 'আরামবাগ' ফেসবুক গ্রুপের অ্যাডমিন মিল্টনের আন্তরিক সহযোগিতা ছিল। অনেক দূরে থেকেও প্রতিদিন প্রতিমুহূর্তে সঙ্গে ছিলেন মিল্টন।
advertisement
প্রদীপের সুসময় দুঃসময় সব কিছুই দুজনে শেয়ার করেছেন। আর তার ফলেই প্রদীপের এই জয়যাত্রা অনেক সহজ হয়েছে। তাই লাদাখ জয়ের সাফল্য বর্ণনা করতে গিয়ে প্রদীপের মুখে বারবার মিল্টনের কথাই ফিরে ফিরে আসছে।
advertisement
এমনকি তিনি জানিয়েছেন, আরামবাগে পৌঁছানোর মুহূর্তেও প্রিয় মিল্টনদাকে পাশে দেখতে চান। প্রদীপের এই সাফল্যে অনেক শুভেচ্ছা সকল আরামবাগবাসীর।
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: আরামবাগ থেকে হেঁটে সোজা লাদাখ! অসাধ্য সাধন করলেন হরিণখোলার যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement