হোম /খবর /হুগলি /
আরামবাগ থেকে হেঁটে সোজা লাদাখ! অসাধ্য সাধন করলেন হরিণখোলার যুবক

Hooghly News: আরামবাগ থেকে হেঁটে সোজা লাদাখ! অসাধ্য সাধন করলেন হরিণখোলার যুবক

X
লাদাখে [object Object]

Hooghly News: লাদাখের মাটিতে উত্তোলণ করলেন দেশের জাতীয় পতাকা। যদিও তাঁর এই জয় খুব একটা সহজ ছিল না।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আরামবাগ: পায়ে হেঁটে আরামবাগ থেকে লাদাখে পৌঁছে নজির তৈরি করলেন আরামবাগের হরিণখোলা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আসনপুর গ্রামের যুবক প্রদীপ মণ্ডল। লাদাখের মাটিতে উত্তোলণ করলেন দেশের জাতীয় পতাকা। যদিও তাঁর এই জয় খুব একটা সহজ ছিল না। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মাঝে মাঝেই তাঁর যাত্রা থেমে গেছে।

সেই সঙ্গে ঘটেছে প্রিয়জনের মৃত্যুও। সব কিছুকে দূরে সরিয়ে রেখে শেষ পর্যন্ত সফল হয়েছেন প্রদীপ। তবে তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে আরেকজনের অবদানও। আরামবাগেরই আরেক যুবক 'আরামবাগ' ফেসবুক গ্রুপের অ্যাডমিন মিল্টনের আন্তরিক সহযোগিতা ছিল। অনেক দূরে থেকেও প্রতিদিন প্রতিমুহূর্তে সঙ্গে ছিলেন মিল্টন।

 

প্রদীপের সুসময় দুঃসময় সব কিছুই দুজনে শেয়ার করেছেন। আর তার ফলেই প্রদীপের এই জয়যাত্রা অনেক সহজ হয়েছে। তাই লাদাখ জয়ের সাফল্য বর্ণনা করতে গিয়ে প্রদীপের মুখে বারবার মিল্টনের কথাই ফিরে ফিরে আসছে।

আরও পড়ুন, বিরিয়ানির মধ্যে ওটা কী! চোখ কপালে উঠল মহিলার, তুলকালাম কাণ্ড

আরও পড়ুন, গ্যাসের সিলিন্ডার কেন গোলাকৃতি হয়! রয়েছে এক আজব কারণ, অনেকেই জানেন না

এমনকি তিনি জানিয়েছেন, আরামবাগে পৌঁছানোর মুহূর্তেও প্রিয় মিল্টনদাকে পাশে দেখতে চান। প্রদীপের এই সাফল্যে অনেক শুভেচ্ছা সকল আরামবাগবাসীর।

শুভজিৎ ঘোষ

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Hooghly, Ladakh