সবে মাত্র বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন। কিন্তু খেতে গিয়েই চমকে উঠলেন তিনি। কারণ, বিরিয়ানির মধ্যে যা জিনিস দেখলেন, তিনি তা সত্যি অবাক করে দেওয়ার মতোই। (ছবি সৌজন্যে- Twitter/@bhardwajnat)
2/ 9
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক যুবতীর পোস্ট ভাইরাল হয়েছে। ট্যুইটারে নতাশা ভরদ্বাজ নামে এক যুবতী বেশ কিছু অভিযোগ করেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
3/ 9
তাঁর দাবি, অনলাইনে ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে তিনি ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন। কিন্ত সেটা খেতে গিয়েই চোখ কপালে উঠল সকলের। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
4/ 9
ভেজ বিরিয়ানিতে মাংসের টুকরো খুঁজে পেয়েছিলেন নতাশা। এর পরেই সেই বিরিয়ানির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
5/ 9
নতাশা বলেন, আপনি যদি ভেজ বিরিয়ানি অর্ডার দিয়ে থাকেন, তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণ আমার মতো আপনিও ঠকে যেতে পারেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
6/ 9
তিনি আরও বলেন, আমি এই বিরিয়ানিতে একটি মাংসের টুকরো পেয়েছি। এমন ভুল কী করে হতে পারে, তা আমি ভেবেই উঠতে পারছি না। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
7/ 9
বিষয়টি সামনে আসতেই রেস্টুরেন্টের তরফ থেকে বলা হয়েছে, তারা ননভেজ বিরিয়ানি পাঠিয়েছিল, কারণ সেই অর্ডার এসেছিল তাদের কাছে। কিন্তু ফুড অ্যাপে অর্ডারে রয়েছে ভেজ বিরিয়ানি। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
8/ 9
সোশ্যাল মিডিয়ায় নতাশার ট্যুইটটি ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকেই বিভিন্ন পোস্ট করছেন বিষয়টি নিয়ে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
9/ 9
নেটিজেনদের মধ্যে কেউ কেউ বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সবে মাত্র বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন। কিন্তু খেতে গিয়েই চমকে উঠলেন তিনি। কারণ, বিরিয়ানির মধ্যে যা জিনিস দেখলেন, তিনি তা সত্যি অবাক করে দেওয়ার মতোই। (ছবি সৌজন্যে- Twitter/@bhardwajnat)
বিষয়টি সামনে আসতেই রেস্টুরেন্টের তরফ থেকে বলা হয়েছে, তারা ননভেজ বিরিয়ানি পাঠিয়েছিল, কারণ সেই অর্ডার এসেছিল তাদের কাছে। কিন্তু ফুড অ্যাপে অর্ডারে রয়েছে ভেজ বিরিয়ানি। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)