Hooghly News: চাষের খরচও উঠছে না, লাভ তো দূরের কথা, মাঠেই পরে আলু, চরম চিন্তায় চাষিরা

Last Updated:

আলুর দাম না থাকায় হতাশার মধ্যেই রয়েছে চাষিরা। ক্ষতির মুখেই পড়বে বলে দাবি চাষিদের  ।

+
আলু

আলু বস্তাবন্দি হয়ে মাঠে পরে

আরামবাগ: আলুর দাম না থাকায় হতাশার মধ্যে রয়েছে চাষিরা। হুগলি জেলা জুড়ে আলু ব্যাপক চাষ হয়। কিন্তু আলুর দাম না থাকার হতাশায় চাষি মহল। আলুর দাম যদি না থাকে তাহলে ব্যাপক ক্ষতির্মুখে পড়ব বলে জানিয়েছে। চাষিদের দাবি একদিকে আলুর ফলন সেভাবে নেই অন্যদিকে আবার আলুর দামও নেই। আর তার জেরে ভেবে কুল পাচ্ছেন না চাষিরা।
জানা যায় এক বিঘা জমি চাষ করতে প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকা খরচা হয়।তারপরেও যদি দাম না থাকে কিভাবে লাভের মুখ দেখবে তা নিয়েচিন্তিত হুগলির চাষিরা।
advertisement
advertisement
এই বিষয়ে হুগলির এক চাষি বলেন আলুর দাম খুব একটা ভাল নেই। তারা মনে করছেন সরকার এবং ব্যবসায়ীরা না কেনার জন্য এই পরিস্থিতি। আলুর ফলন হলেও যদি না‌য্যদাম পাই তাহলে কোল্ড স্টোরে রেখে দেব।তিনি বলছেন যদি এক কাঠাজমিতে চার বস্তাকরে আলু চাষ হয়। বস্তা পিছু বর্তমান দাম ২০০ থেকে ২৫০ টাকা যার ফলে এই দামের খরচা পর্যন্ত উঠবে না বলে জানিয়েছেন।
advertisement
অন্যদিকে আরেক চাষি বলেন দাম না থাকার জন্য আমাদের মাথায় হাত পড়ে গেছে। ব্যাঙ্ক থেকে আর ঋণ নিয়ে কোনরকমে চাষ করলেও আলুর দাম নেই। তারা বলছেন কীভাবে সংসার চালাবেন এবং এই ঋণ শোধ করবেন তা নিয়ে ভেবে কুল পাচ্ছেন না চাষিরা।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চাষের খরচও উঠছে না, লাভ তো দূরের কথা, মাঠেই পরে আলু, চরম চিন্তায় চাষিরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement